
ডান্ডিবার্তা রিপোর্ট বহু আলোচিত ও নিজেদের বাংলাদেশের মূল বিরোধীদল হতে যাচ্ছে এমন ঘোষনার মুখে চুন কালি পড়েছে। নির্বাচনে নেমে তারা বলেছেন প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করেছেন তারাই দেশের বিরোধী দল হবে। কিন্তু তারা বিরোধীদলতো দূরের কথা সংসদের ১টি সিটও অর্জন করতে পারেনি। শুধু তাই নয় তারা সারা দেশে জামানত হারিয়েছে। অনেকের অভিমত তারা যেমন বিএনপির সাথে পল্টি মেরেছে তেমন জনগণও তাদের সাথে পল্টি দিয়েছে। এদিকে তৃনমূল বিএনপির মহাসচিব এবার নির্বাচন সুষ্ঠ হয়নি বলে আখ্যায়িত করেছেন। এদিকে ভোটের রাজনীতিতে চমক দেখানে গিয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। নুরুল ইসলাম নাহিদের সঙ্গে হেরে এখন জামানতও হারাতে হয়েছে তাকে। তিনি সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির এই চেয়ারপার্সন দলীয় প্রতীক সোনালী আঁশ নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেন। গত রোববার রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ওই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৪৮৮টি। এদিকে শমসের মবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, জামানত রক্ষায় প্রার্থীদের মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হবে। সেই হিসাবে জামানত বাতিলের তালিকায় পড়েন শমসের মোবিন। জামানত বাঁচাতে তার প্রয়োজন ছিল অন্তত ১৪ হাজার ৫৮৭ ভোট। অথচ ভোটের মাঠে গুঞ্জন ছিল কৌশলে শমসের মবিনকে এই আসনে বিজয়ী করে নেওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ভাগফল শূন্য। এমনটি শোচনীয় পরাজয়ের পাশাপাশি জামানত হারাতে হলো তাকে। অপরদিকে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকরের চরম ভরাডুবি হয়েছে। মাত্র ৩ হাজার ১৯০ ভোট পেয়েছেন তিনি। এতে তার জামানতই বাজেয়াপ্ত হয়েছে। যদিও নির্বাচনের শুরু থেকে নিজেকে শক্ত প্রার্থী হিসেবে দাবি করে আসছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত এ নেতা। তিনি রূপগঞ্জ আসনে সোনালি আঁশ প্রতীকে নির্বাচন করেছেন। গত রোববার রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, আসনটিতে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি এক লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীকে ৪৫ হাজার ৭৫ ভোট পেয়েছেন। আর তৈমুর আলম খন্দকার পেয়েছেন মাত্র তিন হাজার ১৯০ ভোট। সেই হিসাবে জয়ী প্রার্থীর সঙ্গে তৈমুরের ব্যবধান এক লাখ ৫৩ হাজার ২৯৩ ভোটের। বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে তৈমুর আলমের প্রয়োজন ছিল অন্তত ২৬ হাজার ৫৭৮ ভোটের। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এমন হার দেখতে হয়েছে বলে দাবি তৈমুর আলম খন্দকারের। তৈমুর বলেছিলেন, নৌকার প্রার্থী টাকা বিলি করছে আমরা অভিযোগ করে আসছি। মিডিয়াতেও এসেছে এটা। একজন পাঁচ লাখ টাকা নিয়ে গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতে বরপা এলাকায় আমার এজেন্টদের পিটিয়ে এসেছে ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা। মাটি কামড়ে হলেও নির্বাচনের শেষ দেখবেন বলে জানান তৃণমূল বিএনপির মহাসচিব। এদিকে রাজনৈতিক মহলের অভিমত তৈমূর আলম এনিয়ে ৩বার কোরবানী হলেন। তার অনেক খায়েস ছিল এমপি হওয়ার সেটা তার ভাগ্যে জোটেনি। তিনি যাদের বিএনপি থেকে ছিনিয়ে নিয়ে তার কিংস পার্টি তৃনমূল বিএনপিতে ঢুকিয়েছেন তাদেরও রাজনৈতিক অবিষ্যত ধ্বংস করেছেন। তার এই দল অঙ্কুরেই ঝরে গেল। তারা বিএনপির সাথে বিশ^াস ঘাতকতা করে দেশের জনগণের সাথে বিশ^াস ঘাতকতা করেছেন। এজন্য তাদের পরিনতি এমন হয়েছে। তারা অঙ্কুরে যেমন ঝড়ে গেল তেমন আগামীকে তারা একেবারেই হারিয়ে যাবে। এবং যাদের প্রলোভন দেখিয়ে তাদের কাতারে নিয়েছে তাদেরও রাজনৈতিক ভবিষ্যত ধ্বংস করে দিয়েছে। সামান্য কয়েক দিন আলাচনায় থাকলেও তারা হারিয়ে গেল গহীন অন্দকারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯