আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ৩:৪৩

সদর-বন্দরে নৌকার বিকল্প লাঙ্গলের জন্য মাঠে ছিল আ’লীগ

ডান্ডিবার্তা | ১০ জানুয়ারি, ২০২৪ | ১০:৪৪ পূর্বাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে লাঙ্গল জেতাতে কাজ করেছে বন্দর থানা আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তবে শীর্ষ পর্যায়ের নেতাদের দেমন মাঠে দেখা যায়নি। বন্দরে নাসিকের ৯টি ওয়ার্ড অবস্থিত। ১৯ থেকে ২৭ পর্যন্ত ওয়ার্ড বন্দর উপজেলা এলাকায় অবস্থিত। এবারের নির্বাচনে বন্দরে নাসিকের ৯টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশী ভোট কাষ্ট করানো হয়েছে ২৭নং ওয়ার্ডে। ২৭নং ওয়ার্ডের ফুলহর কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব পালন করেন যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান অহিদ। এর পরে রয়েছেন নসিক ২৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডে বেশী ভোট কাষ্ট করাতে অক্লান্ত পরিশ্রম করেছেন মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির মৃধা। এছাড়া মদনপুরে ইউপি চেয়ারম্যান এম এ সালাম, যুবলীগ নেতা এসআই জুয়েল। মুছাপুরে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মাকসুদ হোসেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে আনার জন্য কাজ করেছেন। যাদের পরিশ্রমে সদর-বন্দর আসনে লাঙ্গলের বিজয় হয়। এ ব্যপারে মহানগর আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির মৃধা বলেন, আমরা মনে করি আমাদের আসনেলাঙ্গল হলো নৌকার বিকল্প। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্মান রক্ষায় লাঙ্গলের পক্ষে কাজ করেছি। এ ব্যপারে ২৭নং ওয়ার্ড যুবলীগ নেতা অহিদ জানান, সদর-বন্দর আসনে আমাদের নেত্রী যেখানে নৌকার পরিবর্তে লাঙ্গল দিয়েছে তাই আমাদের কাছে লাঙ্গলই ছিল নৌকা। আর মূলত: এ আসনে লাঙ্গলের যিনি প্রার্থী তিনি আওয়ামীলী পরিবারের সন্তান। আর তিনি সব সময় আওয়ামীলীগের পক্ষে কাজ করেন। তাই আমরা মনে করি এ আসনে লাঙ্গল বিজয় মানে নৌকার বিজয়। এ ব্যপারে যুবলীগ নেতা এসআই জুয়েল বলেন, সদর-বন্দর আসনে
লাঙ্গলই নৌকা। তিনি আওয়ামীলীগ পরিবারের লোক। যার পিতা জাতির পিতা বঙ্গবন্ধুর সহচর। যাদের বাড়িতে আওয়ামীলীগের জন্ম। এই আওয়ামীলীগ পরিবারের লোককে লঙ্গল দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করিয়েছেন। আমরা এ জন্য লাঙ্গলকে নৌকা মনে করেই কাজ করেছি। এদিকে নির্বাচনের দিন সরে জমিনে গিয়ে দেখা গেছে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন সপরিবারে ভোটারদের কেন্দ্রে আনার জন্য মাঠে ছিলেন। অপরদিকে মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালম তিনি তার লোকজন নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য কাজ
করেছেন।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা