আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৪৫

বিরোধীদলীয় নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন এ কে আজাদ

ডান্ডিবার্তা | ১০ জানুয়ারি, ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এ কে আজাদ জানিয়েছেন, স্বতন্ত্র এমপিদের নিয়ে বিরোধীদল গঠন করতে ও তাকে বিরোধীদলীয় প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছেন বিদেশিরা। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্বতন্ত্র জোট থেকে বিরোধীদল করা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কে আজাদ বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) আহŸানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধীদল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু মাত্র ১১টি সিট পেয়েছে জাতীয় পার্টি, স্বতন্ত্র পেয়েছে ৬২টি সিট।’ এফবিসিসিআই ও বিজিএমইএ’র
সাবেক এ সভাপতি বলেন, ‘অলরেডি আমাকে অনেক বিদেশি ফোন করেছে যে আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি বিরোধীদলের নেতা হতে রাজি আছেন কি না? আমি বলেছি যে, সবকিছুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ওনার আলোচনার বাইরে তো আমরা যেতে পারব না।’ ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ কে আজাদ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী শামীম হক নৌকা প্রতীকে পেয়েছেন ভোট ৭৫ হাজার ৮৯ ভোট।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা