আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৩

যুব ও ক্রীড়ামন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন

ডান্ডিবার্তা | ১২ জানুয়ারি, ২০২৪ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট গুঞ্জন আগেই ছিল, এবার পেলো পূর্ণতা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। ক্রিকেটের শীর্ষ এই কর্তা এখন বনে গেছেন দেশের সব খেলার অভিভাবক। গত বুধবারই জানা গিয়েছিল, নতুন মন্ত্রীসভায় ঠাঁই পেয়েছেন নাজমুল হাসান পাপন। তবে তখনো অনিশ্চয়তা ছিল কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন তিনি। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এবার মন্ত্রী পরিষদেও জায়গা করে নিলেন তিনি। যুব ও ক্রীড়মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পাপন। রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও বেশ প্রসিদ্ধ পাপন। তবে সব ছাপিয়ে পাপনকে ক্রিকেটের মানুষ বলেই জানেন দেশের বেশিরভাগ লোক। গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। সবমিলিয়ে ক্রীড়ার সাথে পাপনের বন্ধুত্ব বেশ পুরোনো। তাছাড়া তার সময়ে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে গেছে, তা ঈর্ষনীয়। যদিও কোনো শিরোপা জেতা হয়নি, তবে মাথা তুলে দাঁড়ানোর মতো একটা দলে পরিণত করেছেন সাকিব-তামিমদর। তাই দু’য়ে দু’য়ে চার মিলিয়ে বলছেন ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পাপন। ২০১৩ সাল থেকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হচ্ছে। এর আগে ক্রিকেট বোর্ডের সভাপতি সরকার কর্তৃক মনোনীত ছিল। ফলে সরকারের অনেক মন্ত্রীই এই দায়িত্ব পালন করেছেন। আনিসুল ইসলাম মাহমুদ, আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাবের হোসেন চৌধুরী মন্ত্রীত্ব এবং বোর্ড সভাপতি উভয় পদেই একসাথে দায়িত্ব পালন করেছেন। এবার এই তালিকায় যোগ হলেন নাজমুল হাসান পাপন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা