আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৩৬

গাজী আউট নানক ইন

ডান্ডিবার্তা | ১২ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ আসনের সাংসদ গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) নব গঠিত মন্ত্রীসভায় ঠাই পাননি। এবার তার মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক এমপি। একাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে পাট ও বস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন গোলাম দস্তগীর গাজী। তবে দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে বাদ পড়েন তিনি। এবার গোলাম দস্তগীরের জায়গায় দায়িত্বে এসেছেন ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের এমপি ও আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথবাক্য পড়ান। এরপর একে একে শপথ নেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ শেষ হওয়ার কিছুক্ষণ পরই মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পণ্টন করা হয়। উঠে আসে জাহাঙ্গীর কবির নানকের নাম। এবারই প্রথম পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নানক। ২০০৮ সালের নির্বাচনে মোহাম্মদপুর আসন (ঢাকা-১৩) থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের ত্যাগী এই নেতা। ২০০৯ সালে গঠিত মন্ত্রীসভায় নানককে দেওয়া হয়েছিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব। ২০১৪ সালে একই আসন থেকে সংসদ সদস্য হলেও মন্ত্রিত্ব পাননি। ২০১৮ সালে পাননি সংসদ সদস্য হিসেবে নৌকার মনোনয়নই। এবার আবারও তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এবার হলেন মন্ত্রী। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের (ভোটগ্রহণ হয় ২৯৮টিতে) মধ্যে ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। গত বুধবার সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। আজ শপথ অনুষ্ঠান হয়েছে মন্ত্রীদের। বঙ্গভবনে আজকের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ঢাকাস্থ বিদেশি ক‚টনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। এতে ১ হাজার ৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা