
ডান্ডিবার্তা রিপোর্ট আন্দোলন সংগ্রাম তথা আওয়ামীলীগের সৃষ্টিতে নারায়ণগঞ্জবাসীর অবদান বারবার স্বীকার করলেও বাস্তবে আওয়ামীলীগের মন্ত্রীসভায় নারায়ণগঞ্জের আদিবাসিন্দাদের স্থান কখনো হয়নি। নারায়ণগঞ্জের কোটায় কেউ বা হয়তো মন্ত্রীত্বের স্বাধ গ্রহণ করেছেন। বাস্তবে নারায়ণগঞ্জের আদিবাসিন্দাদের মধ্য থেকে বেড়ে উঠা ত্যাগী রাজনীতিবিদদের স্থান আওয়ামীলীগের মন্ত্রীসভায় হয়নি। যদিও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু মন্ত্রীসভায় নারায়ণগঞ্জের রাজনীতিবিদদের কখনো স্থান দেয়া হয়নি। যদিও একাধিক সমাবেশে আওয়ামীলীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান বলেছেন, তাকে মন্ত্রীত্ব দেয়ার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি। এবারের নতুন মন্ত্রীসভায় নারায়ণগঞ্জের দুইজনের নাম আলোচিত হলেও শেষ পর্যন্ত কেউই মন্ত্রীসভায় ঠাই পাননি। উল্টো নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) তার মন্ত্রনালয় হারিয়েছেন। এখনো পর্যন্ত নতুন মন্ত্রীসভায় নারায়ণগঞ্জের কোন প্রতিনিধি নেই। যদিও রাজধানী লগোয়া নারায়ণঞ্জ সারাদেশে আন্দোলন সংগ্রামের সূতিগার হিসেবে পরিচিত। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাসের সাথেও জড়িত রয়েছে এই নারায়ণগঞ্জের নাম। বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৬টির ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যূত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণঅভ্যূত্থান সব খানেই ছিল এখানকার মানুষের জোরালো অংশগ্রহণ। কিন্তু ছয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও নারায়গঞ্জ সব সময় অবেহেলিত থেকেছে। মন্ত্রী পরিষদে মাত্র একবারের জন্য জায়গা হয়েছিল নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের কোন এমপির। গত সরকারে প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টানা চারবারের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ সরকার। নতুন মন্ত্রিসভায় এবার নারায়ণগঞ্জের কেউ জায়গা পাননি। যদিও গুঞ্জন ছিল সরকারের মন্ত্রী পরিষদে নারায়ণগঞ্জ থেকে জায়গা পাচ্ছেন গোলাম দস্তগীর গাজী ও শামীম ওসমানের মধ্যে একজন। কিন্তু কেউই জায়গা না পাওয়ায় হতাশ তাঁদের নেতাকর্মীসহ নারায়ণগঞ্জবাসী। বরঞ্চ গত সরকারে প্রথমবারের মতো আওয়ামী লীগ থেকে মন্ত্রী হওয়া গোলাম দস্তগীর গাজীকেও এবার মন্ত্রী পরিষদে রাখা হয়নি। যদিও বয়সজনিত কারণে তাঁকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেয়া হয়েছে বলে জানা গেছে। এবারের নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে শুরু থেকেই আলোচনা ছিল নারায়ণগঞ্জে। নেতাকর্মীদের মধ্যে আলোচনা ছিল আবারও সরকারের মন্ত্রিত্ব পেতে পারেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এছাড়া নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ নেতাকর্মীদের মধ্যে প্রচার ছিল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন একেএম শামীম ওসমান। এছাড়া নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে আওয়ামী লীগ থেকে টানা চতুর্থ বারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। কিন্তু নারায়ণগঞ্জবাসীর কপালে জোটেনি মন্ত্রিত্বের মর্যাদা। তবে নারায়ণগঞ্জবাসীর সান্ত¡না প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রোটোকলসহ সরকারের নানান সুযোগ সুবিধা দেয়া হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে হ্যাট্রিক জয়ী ডা. সেলিনা হায়াৎ আইভীকে। প্রথম ও দ্বিতীয় মেয়াদে উপমন্ত্রীর পদ মর্যাদা পেয়েছিলেন তিনি। এবার নির্বাচিত হওয়ার পর সরকার প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে তাঁকে। রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়ররা ১৮ তম, সংসদ সদস্যরা ১২ তম কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৯ম ক্যাটাগরির প্রোটোকল দেওয়া হয়। সেই হিসেবে জেলায় বর্তমানে জনপ্রতিনিধিদের মধ্যে প্রোটোকল অনুযায়ী বেশি সুযোগ সুবিধা ও সম্মান পাবেন মেয়র আইভী। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ ছাড়া পাঁচজন পুলিশ সদস্য, একজন গানম্যান সুবিধা দেওয়া হয় সেলিনা হায়াৎ আইভীকে। জাতীয় পতাকাবাহী গাড়ির সুবিধাও পেয়ে থাকেন তিনি। এছাড়া চিকিৎসা খরচ, ভ্রমণ-আপ্যায়ন ভাতা, বেতন ও বাড়িভাড়াসহ নানান সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯