আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:৩২

না’গঞ্জে বেড়েছে চুরি ছিনতাই ডাকাতি

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে হঠাৎ বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা ধারনের অপরাধ প্রবণতা। ছিনতাই কাজে বাধা দিলে প্রাণও কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জ শহরে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের নেই তৎপরতা। এতে করে এর ভয়াবহতা বেড়েই চলছে। ছিনতাইয়ের কবলে পড়ে কেউ সর্বস্ব হারাচ্ছে, আবার কেউ প্রাণ হারাচ্ছে। এর ফলে দিন দিন জনমনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। সবমিলে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে মনে করছেন এলকাবাসী। জানা যায়, নারায়ণগঞ্জে হঠাৎ বেড়েছে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ নানা ধারনের অপরাধ প্রবণতা। ছিনতাই কাজে বাধা দিলে প্রাণ কেড়ে নিচ্ছে দুর্বৃত্তরা। খোঁজ নিয়ে জানা যায় গত বুধবার ভোররাতে টঙ্গীতে ছিনতাইয়ের কবলে পড়েন বরিশাল জেলার বাইন পাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে নয়ন মৃধা (৩৬)। ছিনতাইকারীর হামলায় এই পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় মামলা হলেও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। এমন ঘটনায় নারায়ণগঞ্জে এর আড়ে কয়েকজন প্রাণ হারিয়েছেন। নারায়ণগঞ্জের চাষাড়া, কালীর বাজার, ফলপট্ট্রি, ফতুল্লার দাপা, ফতুল্লা রেল স্টেশন, শিমরাইল মোড়, কাচঁপুর ব্রিজ, এশিয়ান হাইওয়ে, রূপগঞ্জের ৩শ’ ফুট, বন্দরের রামনগর, তালতলা, লাঙ্গলবন্দ ব্রিজসহ জেলার বিভিন্ন স্পটে ছিনতাইকারীরা সুযোগ বুঝে ছিনতাই শুরু করে। কেউ বাধা দিলে হারাতে হয় প্রাণ বা জখম। অনেক সময় পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় আসেন না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, থানা পুলিশ ঠিকমতো কাজ না করায়, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম দেদার চলছে। এ ব্যাপারে পুলিশ সুপার রাসেল বিভিন্ন সময় বলেছেন, নারায়ণগঞ্জে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে। তার পরেও সুযোগের সন্ধানে থাকে অপরাধীরা। তবে আমরা অপরাধ প্রবনা কমাতে কাজ করে যাচ্ছি। কোন অপরাধীকে আমরা ছাড় দিচ্ছি না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা