আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:১২

শিমরাইল মোড় থেকে চাঁদাবাজ আটক

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৪ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বিভিন্ন যাত্রীবাহী বাসে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজীর সময় মো: মাসুদ রানা (২৬) নামে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বিভিন্ন যাত্রীবাহী বাসের চালকদের অভিযোগের ভিত্তিতে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিনের নেতৃত্বে মহাসড়কের খানকা মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজীর নগদ ৭২৩৪ টাকা উদ্ধার করা হয়। পরে থাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে হাইওয়ে পুলিশ। আটককৃত চাঁদাবাজ মো: মাসুদ রানা মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ভেজগাঁও এলাকার মো: মেহেদী হাসান লিটনের ছেলে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই শরফুদ্দিন জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বিভিন্ন যাত্রী পরিবহনের চালকদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে আসছিল। ভুক্তভোগী চালকদের অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুরে অভিযান চালিয়ে নগদ অর্থসহ মাসুদ রানা নামে এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তিনি আরো জানান, আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে সে চিহ্নিত চাঁদাবাজ ও একাধিক মামলার আসামী ইয়াছিনের লোক বলে দাবী করেন। গত কয়েক মাস আগে ওই চাঁদাবাজ ইয়াছিনকেও চাঁদাবাজীর সময় হাতে-নাতে আটক করা হয়েছিল। চাঁদাবাজদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা