আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:৪৬

না’গঞ্জের ফুটপাত হকারমুক্ত হয়নি

ডান্ডিবার্তা | ১৬ জানুয়ারি, ২০২৪ | ১০:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের ফুটপাত দিয়ে পথচারিরা চলাচল করতে পারছে না। হকাররা পথচারিদের চলাচলের ফুটপাত দখল করে রাখার কারণে জনসাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। আর এ হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে কথিত হকার নেতারা আজ কোটি টাকার মালিক বনে গেছে। জনসাধারনের চলাচল নির্বিঘœ করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেমণরে মেয়র সেলিনা আহায়ত আইভী একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। হকার উচ্ছেদ করতে গিয়ে তার উপর প্রাণঘাতি হামলা হয়েছে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার উচ্ছেদ করতে গিয়ে মেয়র আইভীর হামলা হয় এবং তাকে হত্যার চেষ্টা করে। এ মামলা আজো চলমান। সে ঘটনার ষষ্ঠ বার্ষিকী আজ। ২০১৮ সালের ১৬ জানুয়ারির এইদিন মেয়র আইভী নিজেসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী আহত হয়। হামলার পর মেয়র আইভী অভিযোগ করেছিলেন হত্যার উদ্দেশ্যে তাঁর উপর হামলা করা হয়েছে। হামলার জন্য তিনি সরাসরি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে দায়ী করেছিলেন। ঘটনার ২২ মাস পর মেয়র আইভীকে হত্যা চেষ্টার অভিযোগ এনে নিয়াজুল ইসলাম খান, শাহ্ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনুসহ ৯ জনের নাম উল্লেখ করে এক হাজার জনকে আসামি করে আদালতে মামলা করেন নাসিকের আইন বিষয়ক কর্মকর্তা জিএম সাত্তার। এই মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২৩ নভেম্বর নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, জখম, ভাঙচুর ও নাশকতার প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা। তবে অস্ত্র আইনের ধারা থেকে আসামিদের অব্যাহতি দেওয়া হয়। ২০১৮ সালের ১৬ জানুয়ারির সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল নগরবাসীর মধ্যে। একদিকে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর বঙ্গবন্ধু সড়কের ফুটপাতের উপর থেকে হকারদের উচ্ছেদ করার পক্ষে অন্যদিকে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ একেএম শামীম ওসমান হকার বসানোর পক্ষে। এ নিয়ে বেশ কয়েকদিন যাবত উত্তেজনা বিরাজ করছিল শহরে। ১৬ জানুয়ারি বিকেলে পাল্টে যায় নগরীর চেনা রূপ। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় গুলি বর্ষণ, বৃষ্টির মতো ইটপাটকেল এবং দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় শহরের চাষাড়া এলাকা। সংঘর্ষে নাসিক মেয়র আইভীসহ উভয় পক্ষের শতাধিক আহত হয়। আহত হন বেশ কয়েকজন সাংবাদিকও। সংঘর্ষের সময় আতঙ্কে শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র‍্যাব টহল দেখা যায়। সংঘর্ষের কারণে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দিন সংঘর্ষের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিক মেয়র শহরের সায়েম প্লাজার সামনে আসা মাত্র শহীদ মিনারে অবস্থান নেয়া হকার বসানোর সমর্থনে লোকজন আইভীর উপর প্রথমে হামলা করে। এত ঘটনার পরও নারায়ণগঞ্জের ফুটপাত এখনো অবৈধ হকারদের দখলে। প্রতিদিন কতিপয় নামধারী রাজনৈতিক নেতা, কথিত সাংবাদিক, স্থানীয় মাস্তান আর হকার নেতারা মাসে মাসে লাখ লাখ টাকা আদায় করে চলেছে। খোদ পুলিশ প্রকাশ্যে এসব অবৈধ হতারদের কাছ থেকে নিয়মিত বখড়া আদায় করে চলছে। পাশাপাশি ডিপিডিসি অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে এই বিল সাধারণ মানুষের গাড়ে চাপানো হচ্ছে। দীর্ঘ ৫ বছরেও বিষয়টির কোন সুরাহতো দূরের কথা পায়ে হাটা মানুষ এখন শত বিড়ম্ভনাকে সঙ্গী করে ফুটপাত দিয়ে চলাচল করছে। এ যেন নারায়ণগঞ্জবাসীর আরেক নিয়তী। ফুটপাত দিয়ে হাটতে গিয়ে মনে হয়না নারায়ণগঞ্জে কোন প্রশাসন আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা