
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে শেষ পর্যন্ত শর্ত ছুড়ে ২দফা দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। শর্ত মানলে নির্বাচনে অংশ করবেন বিএনপি না মানলে বর্জন। তবে বিএনপির কোনো শর্ত কিংবা দাবি কোনোটিই আমলে নিচ্ছেন না নির্বাচন কমিশন। ফলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ইতিহাসে প্রতিদ্ব›িদ্বহীভাবে নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামীলীগ নির্বাচিত হতে যাচ্ছে বলে ধারণা করছে সাধারণ আইনজীবীরা। জানাগেছ, আগামী ৩০ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা দুটি দফা দাবি উপস্থাপন করেছেন। দাবি গুলো হলো- বর্তমান একদলীয় নির্বাচন কমিশন বাতিল করে সিনিয়র নিরপেক্ষ আইনজীবী দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে বহিরাগতদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে ও মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়াতে হবে। ফলে এই দুই দাবি মানলে নির্বাচনে অংশ করতে ইচ্ছুক বিএনপি। আর তা নাহলে নির্বাচন বর্জন করবেন তারা। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, ২০১৮ সালের পর থেকেই নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন এককভাবে প্রভাবিত। সমিতির সাধারণ সভায় সাধারণ আইনজীবীদের কোনো মতামত নেওয়া হয় না। তারা নির্বাচনকে প্রভাবিত করতে দলীয় লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেন। শুধু তাই নয় প্রচারনা শুরু থেকে নির্বাচনের দিন পর্যন্ত বহিরাগতদের আদালতে এনে পেশী শক্তি প্রদর্শন করায়। এতে করে সাধারণ আইনজীবী ভোটারদের মধ্যে ভয়ভীতি ও আতংক বিরাজ করে। আর নির্বাচনকে প্রভাবিত করা হয়। তারা আরও জানান, আওয়ামী লীগ নারায়ণগঞ্জ বারের সুনামকে বিনষ্ট করে দিয়েছে। একদলীয় নির্বাচন কমিশন ও বহিরাগতদের আদালতে প্রবেশের মাধ্যমে বারের নির্বাচনকে প্রভাবিত করেই চলেছে। আর ভবিষ্যতে এর জন্য আওয়ামীলীগকে মাশুল গুনতে হবে। ফলে আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও বহিরাগত প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন। যদি এই শর্ত মানা হয় তাহলে বিএনপির নেতৃত্বাধীন প্যানেল নির্বাচনে অংশ করবেন। আর নামলে এবারের নির্বাচন আমরা বর্জন করবো। এদিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিচ্ছেন। ১৭টি পদে একাধিক প্রার্থী দলীয় ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৭টি পদেই একাধিক প্রার্থী রয়েছে। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচন করতে দলীয় শীর্ষ নেতৃবৃন্দের কাছে যার যার মতো লবিং ও গ্রæপিং চালিয়ে যাচ্ছেন। আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন আইনজীবী সমিতির নির্বাচনে একাধিকবার সভাপতি পদে নির্বাচিত সাবেক সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া। আর সভাপতি পদে আলোচনায় রয়েছেন সাবেক পিপি এড. ওয়াজেদ আলী খোকন ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা। আর সাধারণ সম্পাদক পদে এগিয়ে রয়েছেন আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এড. রবিউল আমীন রনি ও আইনজীবী সমিতির বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ কামাল হোসেন। সুতরাং ১৭ জানুয়ারি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এইদিন যদি বিএনপি মনোনয়নপত্র জমা না দেয় তাহলে প্রতিদ্ব›িদ্বহীন ভাবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামীলীগের প্যানেল বিজয়ী হবে এমনটাই জানা গেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ জানুয়ারি নির্বাচন ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গৃহিত হয়। নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাঁদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. নুরুল হুদা এবং এড. হুমায়ুন কবির। নারায়ণগঞ্জ বার নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা গত সোমবার থেকে আজ বুধবার, যাচাই-বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ কাল বৃহস্পতিবার, মনোনয়নপত্র প্রত্যাহার ১৯-২১ জানুয়ারি, চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২২ জানুয়ারি আর ৩০ জানুয়ারি সকাল ৯টা হতে বিকাল সাড়ে চারটায় পর্যন্ত আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯