
ডান্ডিবার্তা রিপোর্ট শিশু আয়ানের মৃত্যুর ঘটনার পর নড়ে-চড়ে বসেছে স্বাস্থ বিভাগ। লাইসেন্সহীন সকল হাসপাতাল- ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের মোট ১১টির সাথে আরো ৫ টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জেন। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জেন ডাঃ এ এফ এম মুশিউর রহমান। সিভিল সার্জেন জানান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অনুসন্ধানে আরও ৫টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দিয়েছি। এ পর্যন্ত মোট ১৬টি হাসপাতাল-ক্লিনিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সারা জেলার মোট ২০০টি হাসপাতাল-ক্লিনিক আছে। আমরা অভিযান চালাচ্ছি। লাইসেন্সহীন আরও হাসপাতাল-ক্লিনিক থাকলে তাদেরও বন্ধের নির্দেশ দেওয়া হবে। যে ১৬টি হাসপাতাল- ক্লিনিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো, নারায়ণগঞ্জ ডায়বেটিক হাসপাতাল ইউনিট ২, নবাব সলিমুল্লা রোড। নারায়ণগঞ্জ ডায়বেটিক হাসপাতাল, পশ্চিম দেওভোগ, নাগবাড়ি। স্টার লাইফ হাসপাতাল, প্রেসিডেন্ট রোড। আয়শা জেনারেল হসপিটাল এন্ড ল্যাব, মজিদ খানপুর। রোগ মুক্তি মেডিকেল সেন্টার, আদর্শনগর ফতুল্লা। ভুলতা আপোলো হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার, ভুলতা রূপগঞ্জ। এনসিসি, এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার, পশ্চিম দেওভোগ। মর্ডান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বারদী সোনারগাঁ। অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এন্ড হেলথ সার্ভিসেস, মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁ। মক্কা ল্যাব এন্ড ডায়গনস্টিক সেন্টার, বরপা। মনোরমা জেনারেল হসপিটাল এন্ড অর্থোপেডিক সেন্টার, সিদ্ধিরগঞ্জ। সোনারগাঁ ডায়াবেটিক হাসপাতাল, সোনারগাঁ। সিপিএইচডি নারায়ণগঞ্জ হেলথ কেয়ারি লি. রূপগঞ্জ। আড়াইহাজার ডায়াবেটিক হাসপাতাল, আড়াইহাজার। পানাম নগর চক্ষু হাসপাতাল সোনারগাঁ। ইমন ডায়গনস্টিক সেন্টার, খানপুর মেইন রোড। প্রসঙ্গত, সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্সসহ জরুরি কাগজপত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার সকালে সচিবালয়ে সারাদেশে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি নিজেও লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং আমি কখনই এ বিষয়ে ছাড় দেব না। আপনারা জানেন, এরইমধ্যে আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে, তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।”
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯