আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:২০

ডিএনডি খালে ভেঙে পড়লো সেই কাঠের সেতু

ডান্ডিবার্তা | ১৯ জানুয়ারি, ২০২৪ | ৯:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নম্বর ওয়ার্ডে হিরাঝিল আবাসিক এলাকার ডিএনডি খালের উপর থাকা ঝুঁকিপূর্ণ কাঠের সেতুটি অবশেষে ভেঙে পড়েছে। গত বুধবার রাতে সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের কোন ঘটনা ঘটেনি তবে এলাকাবাসির মধ্যে আকঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ইতিপূর্বেও এই কাঠের সেতুটি একবার ভেঙ্গে পড়েছিল। তখন তাৎক্ষণিকভাবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে কাঠ-বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি সংস্কার করা হয়। তবে সংস্কার করা হলেও সেটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই সেতুটি পারাপার হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ৩-৪ জন পথচারী পারাপার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙ্গে পড়ে। এসময় মাঝখান থেকে একজন পথচারি নিচে পড়ার সময় অন্যান্যদের সহযোগিতায় খালে পড়া থেকে রক্ষা পান। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম জানান, ভেঙে পুড়া সেতুটি অতি দ্রæত সিটি করপোরেশনের মাধ্যমে সংস্কার করা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। এ সেতু নিয়ে মাত্র কয়েক দিন আগে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেতুটি সংস্কার বা মেরামত না করায় সেতুটি ভেঙ্গে পড়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা