আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৪৪

বিকল্প পথ না থাকায় মানুষের দুর্ভোগ চরমে

ডান্ডিবার্তা | ২০ জানুয়ারি, ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল আবাসিক এলাকার কাসসাফ মার্কেট সংলগ্ন সেতুটি ভেঙে খালে পড়ার একদিন পার হলেও শুরু হয়নি সংস্কার কাজ। ফলে অতি গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এর আগে বুধবার সেতুটি অর্ধেক অংশ ভেঙে গিয়ে ডিএনডি খালে পড়ে যায়। এর আশপাশে আর কোনো সেতু না থাকায় পথচারী থেকে শুরু করে বয়োবৃদ্ধদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। পথচারীদের অভিযোগ, প্রায় এক বছর ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু তখন সেতুটি সংস্কার কিংবা নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে গত বছরের শেষের দিকে সেতুটির কয়েকটি পিলার ভেঙে গেলে ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ সাময়িকভাবে সংস্কার করা হয়। কিন্তু গত কয়েকদিন ধরেই সেতুটি অধিক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন থেকেই সেতুটি যেকোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এবং শিমরাইল মোড়ের মার্কেটের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য ১১ বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সেতুটি নির্মাণ করা হয়। এরপর থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। সেতুটি দিয়ে বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করতো। এছাড়া খাল পারাপারের জন্য কাছাকাছি কোনো সেতু না থাকায় আশপাশের ব্যবসায়ীরা তাদের মালামাল এ সেতু দিয়ে আনা নেওয়া করতো। ফলে সেতুটি ভেঙে যাওয়ায় হীরাঝিল এলাকার সঙ্গে শিমরাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হীরাঝিলের স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন হোসেন জানান, সেতুটি দিয়ে এলাকাবাসী মার্কেট থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেতাম। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় অনেক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। আমরা কোনোভাবে যেতে পারলেও নারী ও বৃদ্ধদের জন্য এটি অনেক কষ্টের বিষয়। হীরাঝিল আবাসিক এলাকার ব্যবসায়ী সাগর হোসেন জানান, সেতুটি ভেঙ পড়ার পর থেকে দোকানে কোনো ক্রেতা নেই বললেই চলে। আবার যারা বিভিন্ন জিনিসপত্র কিনতে আসেন তাদের মালামাল নিয়ে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। কবে নাগাদ সেতুর কাজ শুরু হয় জানি না। তবে অতি দ্রæত কাজ শুরুর দাবি জানাচ্ছি। আমিনুল ইসলাম নামের সিদ্ধিরগঞ্জের এক ব্যবসায়ী জানান, হীরাঝিল আবাসিক এলাকার ৬ নম্বর রোডে একাধিক গোডাউন রয়েছে। এই গোডাউন থেকে মালামাল মার্কেটে এনে ব্যবসা করি। সেতুটি ভেঙে যাওয়ায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা