
ডান্ডিবার্তা রিপোর্ট ক্ষমতার বাহিরে অবস্থান করছেন বিএনপিকে ঘিরে নানা হামলা-মামলার নির্যাতনের পর সরকারের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে একের পর এক কর্মসূচি পালন করে আসছে দলটির নেতাকর্মীরা। গত ২০১৮ সালের নির্বাচনের পর নিস্কিয় থাকা দলটি আবারো রাজপথে কঠোর হয় মহাসমাবেশের মাধ্যমে সক্রিয় হয়। পরবর্তীতে একের পর কর্মসূচি পালন করেছে বিএনপি। এরই মাঝে আন্দোলনের মাঝে মাঝে সরকার পতনের কয়েক দফা ডেট লাইন ও দেওয়া হয়েছিল যা ইতিপূর্বে সফল হয়নি। তারই মাঝে জেলা বিএনপি-মহানগর বিএনপিসহ নানা অঙ্গসংগঠনের কমিটি দেওয়া হয়। যার ফলে রাজপথে কঠোরভাবে নানা আন্দোলন নিয়ে মাঠে নামে, তা ছাড়া দেখা গেছে আন্দোলন হলেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাসহ নানা হয়রানি সুনিশ্চিত ছিল। যাকে ঘিরে সব দিক দিয়েই ম্যানেজের মাধ্যমে টানা দেড় বছর কর্মসূচি চালিয়ে গেছে জাতীয়তাবাদী দলটি। এরই মধ্যে গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে জনমনে বিশাল আতঙ্ক সৃষ্টি হয়েছিলো। আওয়ামী লীগ বলেছিলেন বিএনপিকে সেদিন ঢাকায় অবস্থান করতে দেওয়া হবে না, তাদের বসতে ও দেওয়া হবে না। এদিকে বিএনপি বলে ছিলেন এই মহা-সমাবেশের মাধ্যমেই বিএনপি আন্দোলনে কঠোর ভূমিকায় যাবে। সেই পরিপ্রেক্ষিতে ঢাকার নয়া পল্টনে বিএনপির মহা-সমাবেশকে লক্ষ্য করে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে ও পুলিশি ধরপাক্কর ও মামলার কবলে পরে বিএনপি। যার কারণে আগে থেকেই আত্মগোপনে থেকে মহা-সমাবেশের প্রস্তুতি শুরু করে দেয় দলটি। আর সেই হিসেবেই মহা-সমাবেশের পূর্বের দিন নেতাকর্মীরা ঢাকার মাঠিতে অবস্থান করেন। সেখানে অবস্থানে গিয়ে ও গ্রেফতার বিপাকে পড়েছেন বিএনপির বহু নেতাকর্মী। কিন্তু সমাবেশ সফল করার আকাঙ্খায় নেতাকর্মীরা ঢাকায় ছিলেন। এদিকে পুলিশি পারমিশন পেয়েই রাতে মহা-সমাবেশের ভেন্যু তৈরি শুরু করে দলটি। আর রাতেই নয়া পল্টনের রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হতে থাকে। রাত পোহালে সকালেই বিএনপির নেতাকর্মীরা সেখানে সমাবেশ সফলের প্রস্তুতি শুরু করে। ধীরে ধীরে সমাবেশস্থলে লোকেলোকারন্ন হয়ে পরে আর সমাবেশ চলতে থাকে জানা গেছে, ডিএমপির পুলিশের দেওয়া সময় অনুযায়ী সমাবেশ শেষ করার লক্ষ্য হিসেবেই সমাবেশ শুরু করে। কিন্তু যখন সময় পেড়িয়ে দুপুর ১২টা সেই সময় হঠাৎ নয়া পল্টন এলাকায় বিএনপির সমাবেশ পুলিশ ও আওয়ামী লীগের হামলা হয় এমনটাই জানিয়েছে নেতৃবৃন্দ। এই সমাবেশে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে এতে এক পুলিশ বাহিনী নিহত হয়েছে আর একজন বিএনপির নেতা নিহত সহ আরো অনেক আহত-গ্রেফতারের ঘটনা ঘটেছে। এক কথায় বলা চলে গত মাসের ২৮ অক্টোবর নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়েছিলো। সেই ধারাবাহিকতায় তার পর দিন ২৯ অক্টোবর সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। সেদিন বিএনপির মহা-সচিবসহ মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার পর আবার ৩১ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে দলটি। এর পর থেকেই কঠোর আন্দোলনের লক্ষ্য হিসেবে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে যায় বিএনপি যা সফল করতে ব্যর্থতার প্রমান দিয়েছে নেতাকর্মীরা শুধু ঝটিকা ছিল তাদের ভূমিকা। যাকে ঘিরে বিএনপিকে নির্বাচনের বাহিরেই রেখেই এক তরফা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নির্বাচনে অংশ নেওয়া দলগুলো। কোনভাবেই নির্বাচন ঠেকাতে না পেরে দীর্ঘ ৩/৪ মাস যাবৎ আত্মগোপনে থাকা বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ বাসভবনে ফিরে আসছে এছাড়া ও যেহেতু মামলায় জর্জরিত অবস্থায় রয়েছে নেতাকর্মীরা সামনে আন্দোলনে রাজপথে নামতে যেন কোন পুলিশি হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রেখেই মামলার জামিনের কার্যক্রম অবহৃত রেখেছে বিএনপির নেতাকর্মীরা। জানা গেছে, গত ২৮ অক্টোবরের পর থেকে নারায়ণগঞ্জের প্রায় ২ হাজারের অধিক বিএনপির নেতাকর্মীদের নামে নাশকতা মামলা হয়েছিলো এর মধ্যে প্রায় ১ হাজারের বেশি নেতা গ্রেফতার হয়েছেন। এদের জামিন করিয়ে কারামুক্ত ও যারা দীর্ঘদিন মামলা খেয়ে আত্মগোপনে ছিলেন তারা সকলেই তাদের জামিন মঞ্জুর করানোর কার্যক্রম অবহৃত রেখেছেন। তারপরই আবারো রাজপথে সভা-সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি। এ বিষয়ে মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, অনেকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন এই মুহুর্ত্বে বিএনপির নেতাকর্মীরা হাই কোর্ট-জজ কোর্টে দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন মামলাগুলোর জামিনের জন্য। শীগ্রই আশ করছি মামলাগুলোর জামিন হবে। তারপর কেন্দ্রেীয় নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে নামার প্রস্তুতি নিবো। এখন কেন্দ্র আমাদের যে ধরনের কর্মসূচি দেয় আমরা রাজপথে থেকে সেই কর্মসূচি বাস্তবায়ন করবো। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বিএনপির নেতাকর্মীরা বর্তমানে মামলায় জর্জরিত যাকে ঘিরে কেউ রাজপথে আসতে পারছেন না। সকলে এখনো আত্মগোপনে রয়েছেন যাকে ঘিরে কেন্দ্র আমাদের কোন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে না। এখন বিএনপির নেতাকর্মীরা মামলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এগুলো জামিন হলেই বিএনপির নেতারা আবারো নতুন আন্দোলন নতুন রূপে নিয়ে রাজপথে থাকবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯