
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই আঙ্গিকেই অসা¤প্রদায়িক চেতনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং বর্তমান স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকার সেভাবেই দেশ পরিচালনা করে আসছে। গত সাত জানুয়ারি নির্বাচনের পূর্বে ও পরে নারায়ণগঞ্জে তেমন কোনো সহিংস ঘটনা না ঘটলেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ঝিনাইদহ, লক্ষীপুর, মুন্সিগঞ্জ ও কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতায় আমাদের লোক মারা গেছে। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাগ করতে চাই না। আমরা চাই নির্বাচনী সহিংসতায় কোনো ধর্মের মানুষই যাতে আক্রান্ত না হয়। এই নির্বাচনী সহিংসতা বন্ধ করতে হবে আর সেটা বন্ধের দাবিতেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সংসদের আহবানে সারাদেশের একযোগ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং নির্বাচনী সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমরা সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে সুন্দর পরিবেশে বসবাস করতে চাই আর সরকারকেই সেটা নিশ্চিত করতে হবে। আমাদের নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের অনেকগুলো সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো সমাধানে নারায়ণগঞ্জের সংসদ সদস্যগণের সঙ্গে আমরা বসবো। বিশেষ করে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সদর-বন্দর আসনের সংসদ সদস্য দানবীর সেলিম ওসমানের সাথে আমাদের কথা হয়েছে। আমরা খুব শীঘ্রই তাদের সাথে বসবো এবং আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। তিনি আরো বলেন, আমাদের লাঙ্গলবন্দ নিয়ে কিছু সমস্যা আছে, শ্মশান নিয়ে কিছু সমস্যা আছে, সেখানকার লোকজন এই মানববন্ধনে এসেছে তাদের দাবি দাওয়া নিয়ে। আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের সমস্যাগুলো নিয়েও আমরা বসবো এবং সকলের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব। নারায়ণগঞ্জে নির্বাচনের আগে ওপরে তেমন কোনো সহিংসতা না ঘটায় এবং একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক এবং পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে ধন্যবাদ জানান জানান পূজাও উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। সেইসাথে আগামীতেও নারায়ণগঞ্জে সার্বিক পরিস্থিতি যাতে সুন্দর এবং বসবাসের উপযোগী থাকে, সকল ধর্মের মানুষ মিলেমিশে যাতে অতীতের ধারাবাহিকতা রক্ষা করে চলতে পারে সেজন্য জেলা প্রশাসন এমন পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রাখার আহŸান জানান। নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি মদনমোহন দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহাহিমাদ্রি সাহা,রতন পোদ্দার, যুগ্ম সম্পাদক সুব্রত সাহা, কোষাধ্যক্ষ তপন ধর, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই দে, জেলা পূজা পরিষদের সহসভাপতি তিলক্তোমা দাস, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, সোনারগাঁও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভৌমিক, বন্দর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবু দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য, ১৪নং ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ সাহা, অনুক‚ল ঠাকুর মহানগর শাখার নেতৃবৃন্দ, বিধু হালদার, শুভরঞ্জন আইচ, মুছাপুর ইউনিয়ন সভাপতি দিলীপ দাস, যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার আহবায়ক সঞ্জিত কুমার, সদস্য সচিব পলাশ চন্দ্র রায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯