
ডান্ডিবার্তা রিপোর্ট আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৮তম আসর। গত দুই আসরের মতো এবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ মেলা উপলক্ষে ইতোমধ্যে প্যাভিলয়ন ও স্টল বরাদ্দসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিবারের মতো দেশী-বিদেশী পণ্য প্রদর্শণীর সবচেয়ে বড় এই আসরটি যৌথভাবে আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সাধারণত খ্রিষ্ট্রীয় বর্ষপঞ্জির প্রথমদিন থেকে মেলা শুরু হলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের পর মেলা শুরু হচ্ছে বলে জানিয়েছে ইপিবি। ইপিবি বলছে, এবারের বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজারও হয়ে দাঁড়ায় এই মেলা। এবারের মেলায় স্টলের সংখ্যার পাশাপাশি বেড়েছে দর্শনার্থীদের প্রবেশমূল্যও। ইপিবি সচিব ও বাণিজ্যমেলার এ আসরের পরিচালক বিবেক সরকার বলেন, এ বছর মেলার পরিধি বাড়ানো হয়েছে। এবার দেশি-বিদেশি ৩৫০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি-প্যাভিলিয়ন থাকবে। যা গতবছর ছিল ৩৩১টি। এদিকে, গতবছর সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৪০ টাকা এবং ১২ বছরের কম বয়সীদের জন্য ২০ টাকা ছিল। যা এবার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৫০ টাকা ও ২৫ টাকা। গতকাল শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সেতু থেকে উত্তর দিকে কিছু দূর এগিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে স্টলগুলোতে শেষ সময়ের ব্যস্ততা দেখা যায়। এবার মেলার প্রধান ফটক তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) আদলে। যা গতবছর ছিল মেট্রোরেলের আদলে। বিবিসিএফইসি’র ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার আয়তনের দু’টি হল ছাড়াও সামনে ও পেছনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল নির্মাণ ও রঙের কাজে ব্যস্ত পাওয়া যায় নির্মাণ শ্রমিকদের। কিছু স্টলের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় রঙ ও পণ্যের পসরা সাজাতে দেখা যায়। মেলায় অংশ নেওয়া জারিন ফ্যাশনের প্রতিনিধি রনি হোসাইন বলেন, “এবার স্টল নির্মাণ ও সাজাতে সময় কম পেয়েছি। তবে অল্প সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করেছি। দিন-রাত নির্মাণ শ্রমিকরা কাজ করেছেন। আমাদের স্টল নির্মাণের কাজ প্রায় শেষ। বাকি যা আছে তা বিকেলের আগেই শেষ করা যাবে।” একই কথা বলেন অলিম্পিক প্যাভিলিয়নের ইনচার্জ সেলিম আহমেদ। তবে তিনি জানান, গত দুই বছর বিবিসিএফইসি’র মেলা প্রাঙ্গণে আসতে এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের যানজট তাদের এবং দর্শনার্থীদের ভুগিয়েছে। সড়ক প্রশস্তকরণের কাজ এখনও চলমান থাকায় একই সমস্যার সম্মুখীন হবেন বলে আশঙ্কা তাঁর। যদিও, ইপিবি সচিব বিবেক সরকার বলেন, “সড়কের নির্মাণকাজ চলমান থাকায় যানজটের বিষয়টি মাথায় রেখে আমরা বিকল্প সড়কগুলো নিয়মিত সচল রাখার নির্দেশনা দিয়েছি।” তিনি বলেন, “প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি মেলা প্রাঙ্গণে আসার জন্য আলাদা বিআরটিসি বাসের ব্যবস্থা রয়েছে। মেলায় আসতে ফার্মগেট থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা মূল্যের টিকিট কাটতে হবে দর্শনার্থীদের।” দর্শনার্থী ও ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুরো মেলা প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে ইপিবি সচিব আরও বলেন, এছাড়া সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল নিয়মিত থাকবে। গত বছর মেলার শেষদিনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, গতবার বাণিজ্য মেলায় ৩০ থেকে ৩৫ লাখ দর্শনার্থীর অংশগ্রহণে ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া পাওয়া গিয়েছিল ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ। এ বছর দর্শনার্থী ও লেনদেন দু’টোই বাড়বে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯