
ডান্ডিবার্তা রিপোর্ট গ্যাস সংকট দ্রæত সমাধানের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি এড. এবি সিদ্দিকের সভাপতিত্বে এবং ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. জাহিদুল হক দীপু। পরে বক্তব্য রাখেন জেষ্ঠ সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, গণ সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন, সাবেক সভাপতি দুলাল সাহা, সাংস্কৃকি জোটের সাবেক সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, নারীনেত্রী পপী রানী সরকার, শিক্ষক উম্মে লায়লা প্রমুখ। রফিউর রাব্বি বলেন, গ্যাস দেশের নিজস্ব সম্পদ হওয়া সত্বেও সরকারের ভুল নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে আজ গ্যাস সংকট তীব্রতর হয়ে উঠেছে। এক দিকে নিয়ম অনুযায়ি গ্যাস অনুসন্ধান হচ্ছে না, অন্যদিকে সমুদ্র ও স্থলভাগে পাওয়া গ্যাস ক্ষেত্রগুলো থেকে যথাযথ ভাবে গ্যাস উত্তোলন করা হচ্ছে না। সরকার নিজেদের এলএনজি ব্যবসায়ীদের সুবিধা দিতে আভ্যন্তরীন উৎপাদন বন্ধ রেখে পুরো জ্বালানী খাতকে আমদানী নির্ভর করে সিন্ডিকেটের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, বিশ^বাজারে তেলের দাম যখন কম ছিল, সরকার তখন অন্যায়ভাবে দেশে গ্রাহকদের কাছ থেকে বেশি দামে তেল বিক্রি করেছে। এখন সরকার ডলার সংকটের অজুহাত দেখাচ্ছে। তিনি বলেন, দেশে গ্যাসের চাহিদা দৈনিক ৩৮০ কোটি ঘনফুট। কিন্তু এখন সরবরাহের পরিমান ২৫০ কোটি ঘনফুটের নীচে নেমে এসেছে। এই সংকট সমাধানে সরকারের বাস্তবধর্মী কোন পদক্ষেপ নাই। বরঞ্চ এই সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কেউ যাতে আদালতে যেতে না পারে সরকার তার জন্য সংবিধান বিরোধী ‘দায়মুক্তি আইন’ করে রেখেছে। এবি সিদ্দিক বলেন, সরকারের জ¦লানীখাত প্ররোপুরি দুর্নীতিবাজদের দখলে চলে গেছে। গ্যাসের সংকটে এখন বাসাবাড়িতে যেমনি হাহাকার তেমনি বহু শিল্প কারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ‘দায়মুক্তি আইন’ আইন বাতিল করে জ¦ালানীখাতে দুর্নীতির সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে তিতাসের দুর্নীতিগ্রস্থ কর্মকর্তারা অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস সংকটকে প্রতিনিয়ত আরও বাড়িয়ে চলেছে। সমাবেশে বক্তারা আবাসিক খাতে গ্যাস সংকট দ্রæত সমাধনের দাবি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯