আন্দোলনে নামতে অনিহা বিএনপির

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৪, ২০২৪, ৪:২৭ | Comments Off on আন্দোলনে নামতে অনিহা বিএনপির

ডান্ডিবার্তা রিপোর্ট

গত ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপিতে হতাশা এবং এক ধরনের বিরক্তি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি নেতারা দায়সারা গোছের কিছু বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেও তাদের মধ্যে এক ধরনের অনীহা দেখা লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি বিএনপি নেতারা নির্বাচনের আগে বলেছিলেন নির্বাচনের পরও আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। আন্দোলন বেগবান হবে কিন্তু তেমন কিছু নেই। আর বিএনপির কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে নানারকম বিরক্তি এবং অস্বস্তি। হতাশা আক্রান্ত হয়ে পড়েছেন মাঠ পর্যায়ের নেতারা। আর এই সব কিছুর জন্য দায়ী করা হচ্ছে তারেক জিয়ার ভুল কৌশল এবং ভুল নেতৃত্ব। ২০০১ সালে নির্বাচনের পর থেকেই তারেক জিয়া বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। বিএনপির অধিকাংশ সাবেক নেতারা মনে করেন, বিএনপির এই বিপর্যয়ের জন্য তারেক জিয়াই দায়ী। আবার সাধারণ জনগণের কাছে তারেক জিয়া একজন দুর্বৃত্ত, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ হিসেবে পরিচিত। হাওয়া ভবনে লুণ্ঠন, লুটপাট এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারেক জিয়া এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বেপরোয়া দুর্নীতির কথা জানেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু এসব কিছুর পরেও বিএনপিতে তারেক জিয়ার একটা অবস্থান ছিল। বিশেষ করে যারা বিএনপিতে তরুণ নেতৃত্ব তারা তারেক জিয়া অন্ধ সমর্থক ছিলেন এবং এ কারণেই দলের ভিতর তারেক জিয়ার জনপ্রিয়তা প্রশ্নাতীত ছিল। যদিও সাধারণ মানুষ তাকে কখনোই একজন রাজনৈতিক নেতা হিসেবে ভাবেনি। বরং একজন দুর্বৃত্ত, মতলববাজ,  দুর্নীতিবাজ ব্যক্তি হিসেবে জেনেছে। কিন্তু দলের ভিতরে তরুণ নেতৃত্ব তারেক জিয়ার একান্ত অনুসারী হিসেবেই পরিচিত ছিলো। কিন্তু এবারের নির্বাচনের পর সেই তরুণ নেতৃত্ব এবং তরুণ কর্মীরাই তারেকের ওপর বিরক্তি প্রকাশ করছেন। প্রকাশ্যে। ২০১৮ নির্বাচনের পর থেকেই বিএনপির সিনিয়র নেতারা তারেক জিয়ার বিরুদ্ধে। তারা মনে করেন তারেক জিয়া হঠকারী, রাজনীতির জটিল এবং দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার নেই। তিনি সবসময় মতলবী সিদ্ধান্ত নেন এবং কোন সিদ্ধান্ত নিলে তার নিজের ব্যক্তিগত লাভবান হওয়ার সম্ভাবনা আছে সেটার কথা চিন্তা করেন। আর এখন ২০২৪ এর নির্বাচনের পর বিএনপির তৃণমূল পর্যন্ত এই বার্তা চলে গেছে যে তারেক জিয়া আসলে রাজনীতির অযোগ্য। আগে তারেক জিয়ার সঙ্গে কথা বলার জন্য বা তারেক জিয়ার তার ভিডিও কনফারেন্সগুলোতে যোগ দেওয়ার জন্য তৃণমূল যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন তাতে ভাঁটা পড়ে গেছে। অনেকেই তারেক জিয়ার সঙ্গে কথা বলতে আড়ষ্ট বোধ করছেন। অনেকে তাকে এড়িয়ে যাচ্ছেন। বিএনপির নেতারাই বলছেন, পরপর তিনটি নির্বাচনে বিএনপির কৌশলগত ব্যর্থতার জন্য তারেক জিয়াই দায়ী। এরকম অবস্থা যদি বিশ্বের অন্য কোন দেশে হতো, তাহলে ওই নেতার রাজনীতি করত না। তারপরও তারেক জিয়া কেন রাজনীতি করছেন, এটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। বিএনপির একাধিক নেতা মনে করেন, আন্তর্জাতিক মহলে তারেক জিয়া গ্রহণযোগ্যতা নাই। বরং ২৮ অক্টোবরের পর ঘটনাবলির পর আন্তর্জাতিক মহল থেকে এখন রীতিমতো চাপ সৃষ্টি করা হচ্ছে যেন তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিএনপিতে যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তাদের কাউকে নেতৃত্বে আনা হয়। আবার ব্যবসায়ী মহল যারা গত এক বছরে বিএনপির প্রতি আবার আকৃষ্ট হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসতে পারে এমন ধারণা থেকে কেউ কেউ বিএনপিকে আর্থিক পৃষ্টপোষকতাও করেছিল, বিএনপির সঙ্গে নতুন করে যোগাযোগও শুরু করেছিল। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তারা এখন আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে।  তারা মনে করছে, তারেক জিয়া যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপির কিছুই হবে না। এ রকম বাস্তবতায় তারেক জিয়া এখন দলের জন্য একটি বোঝায় পরিণত হয়েছেন। আর এ কারণেই একদিকে সাধারণ মানুষের মধ্যে যেমন তার গ্রহণযোগ্যতা নাই, আন্তর্জাতিক মহল তাকে পছন্দ করে না, এমনকি দলে তার অবস্থান নড়বড়ে হয়ে গেছে। এর ফলে কেউ কেউ মনে করছেন তারেক জিয়ার রাজনৈতিক ও কৃতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব হয়তো শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়েছে। এরকম পরিস্থিতিতে তারেক জিয়া দীর্ঘদিন রাজনীতিতে টিকে থাকতে পারবেন না বলে মনে করেন অনেকে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪