আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:১৫

সংসদে হুইপ হলেন বাবুসহ ৫ জন

ডান্ডিবার্তা | ২৪ জানুয়ারি, ২০২৪ | ৪:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। এতে নজরুল ইসলাম বাবুসহ পাঁচ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। একটি প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। আরেক প্রজ্ঞাপনে জানানো হয় নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুসহ ৫ এমপিকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন- ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)। নজরুল ইসলাম বাবু সরকারি দলের হুইপ হিসেবে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা এবং সমান বেতন-ভাতা পাবেন। নজরুল ইসলাম বাবু আড়াইহাজার আসনে আওয়ামী লীগের টানা চতুর্থ বারের সংসদ সদস্য। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে টানা ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় নেত্রীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। স্কুল পর্যায় থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বাবু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে তৎকালীন সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে অসংখ্য মামলায় দীর্ঘ নয় মাস কারাবাস করেছেন। আগাইহাজার আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ভয়াবহ ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় নেত্রী শেখ হাসিনার সাথে গুরুতর আহত হন। অপারেশন করে কয়েকটি স্প্লিন্টার বের করা সম্ভব হলেও অসংখ্য স্প্লিন্টার এখনো নিজ শরীরে বয়ে বেড়াচ্ছেন। এক-এগারোর সময়ে কারাবন্দি শেখ হাসিনার মুক্তির দাবিতে আন্দোলনেও সক্রিয় ছিলেন এমপি বাবু।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা