আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৯:০৯

শ্রমিক নেতার বিরুদ্ধে দুই বিদেশী কর্মকর্তার ওপর হামলার অভিযোগ

ডান্ডিবার্তা | ২৪ জানুয়ারি, ২০২৪ | ৪:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কিডো বিডি কোম্পানি লিমিটেড নামের বিদেশি কর্মকর্তার পরিবহনকৃত মাইক্রোবাসে হামলা করে দুজনকে গুরুতর আহত ও  ভাঙ্গচুর করার ঘটনায় সপ্তাহপার হলেও মামলায় উল্লেখিত আসামি কুমিল্লা জেলাধীন ফুল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও সুমিলপাড়া মুনলাইট পশ্চিম এলাকার রওশন আলীর পুত্র সাদ্দাম হোসেন (৩৮) সহ অজ্ঞাতনামা কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতারে সর্ব্বোচ্চ চেষ্টা চলছে। এই ঘটনায় এখনো অভিযুক্ত কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে উদ্বেগ- উৎকণ্ঠা প্রকাশ করেছেন আদমজী ইপিজেডের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি বিকেলে আদমজী ইপিজেড থেকে কর্মকর্তাদের নিয়ে বের হওয়া কিডো বিডি কোম্পানির একটি মাইক্রোবাস সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসট্যান্ডের সামনে পৌঁছালে পথিমধ্যে রাস্তার দুই দিক হতে অজ্ঞাতনামা চার-পাঁচ জনে বিভক্ত একদল সন্ত্রাসী পথরোধ করে গাড়ীর ভেতরে থাকা কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে গাড়ীর গ্লাস ভেঙ্গে ভিতরে থাকা দুই বিদেশি কর্মকর্তা গুরুতর আহত হন এবং গাড়ী ভাঙচুর করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্দেহভাজন আসামি হিসেবে দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে দুই বিদেশীকে আহত ও হামলার ঘটনা অস্বীকার করে সাদ্দাম হোসেন জানান, এটা আমার বিরুদ্ধে বিপক্ষ আরেক ব্যবসায়ী পার্টির ষড়যন্ত্র। আমার ব্যবসা কেড়ে নেয়ার জন্য তারা ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসাতেই এ ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, পুলিশ তা খুঁজে বের করতে তদন্ত করছে। আসামীদের গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা