সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বার বাড়িঘর ভাংচুর

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৪, ২০২৪, ৪:৩৮ | Comments Off on সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বার বাড়িঘর ভাংচুর

ডান্ডিবার্তা রিপোর্ট

সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি তালতলা পূর্বপাড়ার কালীমপুর এলাকা পুর্ব শত্রুতার জের ধরে বিধবা মহিলা হনুফা বেগম (৫৫) ও তার মেয়ে পারভীন তিন মাসের গর্ভবতি মেয়ের উপর হামলা, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় মৃত জয়নাল এ-র স্ত্রী বিধবা মোসাঃ হনুফা বেগম (৫৫) হামলার ঘটনায় তিন জনের নাম উল্লেখ ও ৫/৬ জনের অজ্ঞাত করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং ২১৬। বিবাদীরা হলো- মোঃ আফজাল হোসেন (৪৫) পিতা মৃত সোনামিয়া, মোঃ রাকিবুল (২৫) পিতা অজ্ঞাত, মোঃ সাজ্জাদ হোসেন (২৪) পিতা অজ্ঞাত। সর্বসাং জালকুড়ি তালতলা নাসিক ৯নং ওয়ার্ড থানা সিদ্ধিরগঞ্জ। এঘটনায় গতকাল মঙ্গলবার বিধবা মহিলা হনুফা বেগম জানায় তার ৪ মেয়ে ও ১৮ বছরের ১ ছেলে। ৭বছর আগে চার মেয়ে ও এক ছেলে  রেখে ইন্তেকাল করেছেন। অনেক দুঃখ কস্ট করে সংসার চালিয়ে বেচে আছি। অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীদের সাথে আমাদের জায়গা জমি সংক্রান্তে বিরোধ রয়েছে। আমরা ২৫ বছর পূর্বে বর্তমান ঠিকানার জমি ক্রয় করে বাড়ী তৈরী করে বসবাস করছি। উক্ত জায়গায় বিবাদীরা জোরপূর্বক সন্ত্রাসী কর্মকাণ্ড করে দখল করিতে চায়। উক্ত জায়গা জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ কাঃ ১৪৫ ধারায় মামলা চলিতেছে। উল্লেখিত বিবাদীরা গত ১৫ জনুয়ারি রাতে আমার বাড়ীতে বৈআইনী ভাবে প্রবেশ করিয়া “বলে তোরা এই জায়গা ছাড়িয়া অন্য জায়গায় চলিয়া যাবি যদি এখন না জাস তাহলে তোদের উপর হামলা করিয়া এলাকায় ছাড়িয়া দিতে বাধ্য করিবো” বলিয়া আমার বসতঘরে ভাংচুর করে। টিনের বেড়া ভাংচুর করে টিন খুলিয়া ফেলে বাসার ভিতরে আসবারপত্র কাঠের আলমারী ভেংগে চুরমার করিয়া ফেলে। এসময় আমার আলমারীতে থাকা ১ ভরি স্বর্ণের চেইন, ৮ আট আনার স্বর্নের কানের দুল, নগদ ৪০ হাজার টাকা জোরপূর্বক লুটপাট করে নিয়া যায়। আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করে শরীরে বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। এসময় আমার বড় মেয়ে পারভীন আক্তার (৩০) বর্তমানে ৩ মাসের অন্তসত্বা অবস্থায় আছে। আমার বড় মেয়েকে ১নং বিবাদী লাথি মারিয়া নিম্ন অঙ্গ রক্ত খরন করে। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশেপাশের এলাকার লোক এগিয়ে আসিলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। পরে আমরা এলাকাবাসীর সহযোগিতায় জরুরী সেবা ৯৯৯ কল দিলে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে চলিয়া আসে এবং পরিস্থিত স্বাভাবিক হয়। পরে আহত অবস্থায় আমার মেয়ে তিন মাসের অন্তসত্বা মেয়েকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করি। চিকিৎসা শেষে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করি। উক্ত বিষয়ে সুষ্ঠু ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী বিধবা হনুফা বেগম। এবিষয় সিদ্ধিরগঞ্জ থানার এ.এ.সআই জহিরুল জানান অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়টা তদন্ত প্রক্রিয়া দিন রয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:১৪ | Comments Off on প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

হাবিবুর রহমান বাদল দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুঃসময়ের কাÐারী প্রয়াত নেতা একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যু বাষির্কী আজ। আজকের এই দিনে নারায়ণগঞ্জের মানুষ সামসুজ্জোহার পাশাপাশি তিনবারের সাংসদ প্রয়াত নাসিম ওসমানের অভাবও অনুভব করছেন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামসুজ্জোহার অগ্রণী ভ‚মিকা ছিল। বর্ষিয়ান রাজনৈতিক নেতা একেএম শামসুজ্জোহা শুধু নারায়ণগঞ্জের গণমানুষের অকৃত্রিম […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ১৬:৩১
  • ১৮:২৮
  • ১৯:৪৭
  • ৫:২৮

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪