
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি তালতলা পূর্বপাড়ার কালীমপুর এলাকা পুর্ব শত্রুতার জের ধরে বিধবা মহিলা হনুফা বেগম (৫৫) ও তার মেয়ে পারভীন তিন মাসের গর্ভবতি মেয়ের উপর হামলা, বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় মৃত জয়নাল এ-র স্ত্রী বিধবা মোসাঃ হনুফা বেগম (৫৫) হামলার ঘটনায় তিন জনের নাম উল্লেখ ও ৫/৬ জনের অজ্ঞাত করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নং ২১৬। বিবাদীরা হলো- মোঃ আফজাল হোসেন (৪৫) পিতা মৃত সোনামিয়া, মোঃ রাকিবুল (২৫) পিতা অজ্ঞাত, মোঃ সাজ্জাদ হোসেন (২৪) পিতা অজ্ঞাত। সর্বসাং জালকুড়ি তালতলা নাসিক ৯নং ওয়ার্ড থানা সিদ্ধিরগঞ্জ। এঘটনায় গতকাল মঙ্গলবার বিধবা মহিলা হনুফা বেগম জানায় তার ৪ মেয়ে ও ১৮ বছরের ১ ছেলে। ৭বছর আগে চার মেয়ে ও এক ছেলে রেখে ইন্তেকাল করেছেন। অনেক দুঃখ কস্ট করে সংসার চালিয়ে বেচে আছি। অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীদের সাথে আমাদের জায়গা জমি সংক্রান্তে বিরোধ রয়েছে। আমরা ২৫ বছর পূর্বে বর্তমান ঠিকানার জমি ক্রয় করে বাড়ী তৈরী করে বসবাস করছি। উক্ত জায়গায় বিবাদীরা জোরপূর্বক সন্ত্রাসী কর্মকাণ্ড করে দখল করিতে চায়। উক্ত জায়গা জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। উক্ত জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ কাঃ ১৪৫ ধারায় মামলা চলিতেছে। উল্লেখিত বিবাদীরা গত ১৫ জনুয়ারি রাতে আমার বাড়ীতে বৈআইনী ভাবে প্রবেশ করিয়া “বলে তোরা এই জায়গা ছাড়িয়া অন্য জায়গায় চলিয়া যাবি যদি এখন না জাস তাহলে তোদের উপর হামলা করিয়া এলাকায় ছাড়িয়া দিতে বাধ্য করিবো” বলিয়া আমার বসতঘরে ভাংচুর করে। টিনের বেড়া ভাংচুর করে টিন খুলিয়া ফেলে বাসার ভিতরে আসবারপত্র কাঠের আলমারী ভেংগে চুরমার করিয়া ফেলে। এসময় আমার আলমারীতে থাকা ১ ভরি স্বর্ণের চেইন, ৮ আট আনার স্বর্নের কানের দুল, নগদ ৪০ হাজার টাকা জোরপূর্বক লুটপাট করে নিয়া যায়। আমরা বাধা দিলে সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করে শরীরে বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। এসময় আমার বড় মেয়ে পারভীন আক্তার (৩০) বর্তমানে ৩ মাসের অন্তসত্বা অবস্থায় আছে। আমার বড় মেয়েকে ১নং বিবাদী লাথি মারিয়া নিম্ন অঙ্গ রক্ত খরন করে। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশেপাশের এলাকার লোক এগিয়ে আসিলে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। পরে আমরা এলাকাবাসীর সহযোগিতায় জরুরী সেবা ৯৯৯ কল দিলে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে চলিয়া আসে এবং পরিস্থিত স্বাভাবিক হয়। পরে আহত অবস্থায় আমার মেয়ে তিন মাসের অন্তসত্বা মেয়েকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করি। চিকিৎসা শেষে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করি। উক্ত বিষয়ে সুষ্ঠু ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী বিধবা হনুফা বেগম। এবিষয় সিদ্ধিরগঞ্জ থানার এ.এ.সআই জহিরুল জানান অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়টা তদন্ত প্রক্রিয়া দিন রয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯