বিতর্কিত শ্রমিক লীগ নেতা সাদ্দাম বেপরোয়া

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৫, ২০২৪, ৩:২১ | Comments Off on বিতর্কিত শ্রমিক লীগ নেতা সাদ্দাম বেপরোয়া

ডান্ডিবার্তা রিপোর্ট

শ্রমিক লীগের রাজনীতি না করেও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের বিতর্কিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ পরিচয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন সাদ্দাম। শ্রমিক লীগের পদ পরিচয়ে দলের প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে ইপিজেডসহ বিভিন্ন বানিজ্যিক দপ্তরে ক্ষমতার আধিপত্য বিরাজ করছেন তিনি। এনিয়ে বিভিন্ন সময়ে সংঘাত ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এখানে দল নয় নিজের ব্যাক্তি স্বার্থ হাসিল করতেই অবৈধ পন্থায় দলের সুবিধাভোগী নেতাদের ব্যবহার করে সাদ্দাম এ পবিচয়ে সর্বত্র বিরাজ করছেন বলে ত্যাগী ও তৃনমূল নেতাকর্মীদের অভিযোগ। তার কর্মকান্ডে দলের মধ্যে সৃষ্টি হয়েছে বিভাজন। এদিকে সদস্য সচিব পদ বাগিয়ে ধরাকে সড়াজ্ঞান করে নানা অপকর্মে একাধিকবার আলোচনায় আসলেও এবার ইপিজেডের এক প্রতিষ্ঠানের দুই বিদেশী কর্মকর্তার উপর হামলা চালিয়ে ফেঁসে যান সুকৌশলী সাদ্দাম। এ ঘটনায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু হয়। এনিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বাড়ছে সংঘাতের শংকা। সম্প্রতি আদমজী ইপিজেডে একটি প্রতিষ্ঠানে নিজের একক আধিপত্য ও ক্ষমতার দাম্ভিকতা বজায় রাখতে ওই প্রতিষ্ঠানেরই বরখাস্তকৃত এক কর্মকর্তা তার অনুগত জহিরুল ইসলামকে নিয়ে ওই প্রতিষ্ঠানের বিদেশি কর্মকর্তার পরিবহনকৃত মাইক্রোবাসে হামলা করে বিদেশী দু’জন কর্মকর্তারকে গুরুতর আহত ও ভাংচুর করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় সাদ্দামসহ ওই কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়। এঘটনাটি এখন “টক অব দ্যা সিদ্ধিরগঞ্জ। জানা গেছে, গত ১৭ জানুয়ারি আদমজী ইপিজেডের কিডো বিডি কোম্পানি লিমিটেড নামের এক প্রতিষ্ঠানের বিদেশি কর্মকর্তার পরিবহনকৃত মাইক্রোবাসে হামলা করে বিদেশি দু’জন কর্মকর্তারকে গুরুতর আহত ও ভাংচুর করে সাদ্দাম ও জহিরুল ইসলাম সহ বেশ কয়েকজন। এ ঘটনায় গত ১৮ জানুয়ারি মাইক্রোবাসের চালক মো. রাসেল মিয়া সাদ্দাম ও জহিরুল ইসলামকে অভিযুক্ত করে নিজে বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। অভিযুক্ত জহিরুল ইসলাম কুমিল্লা জেলাধীন ফুল মিয়ার ছেলে ও সাদ্দাম হোসেন সুমিলপাড়া মুনলাইট পশ্চিম এলাকার রওশন আলীর ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৭ জানুয়ারি বিকেলে আদমজী ইপিজেড থেকে কর্মকর্তাদের নিয়ে কিডো বিডি কোম্পানির একটি মাইক্রোবাস সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসট্যান্ডের সামনে পৌঁছালে পথিমধ্যে রাস্তার দুই দিক হতে অজ্ঞাতনামা কয়েক জন বিভক্ত একদল সন্ত্রাসী পথরোধ করে গাড়ীর ভেতরে থাকা কর্মকর্তাদের হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে গাড়ীর গ্লাস ভেঙ্গে ভিতরে থাকা দুই দক্ষিন কোরিয়ার নাগরিক সোক হি লি ও ইওন সোক হো গুরুতর আহত হন এবং গাড়ী ভাঙচুর করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এদিকে সাদ্দামসহ অভিযুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানান ইপিজেডের তালিকাভুক্ত একাধিক ব্যবসায়ী। তারা আশংকা করছেন নানা অপকর্মে অভিযুক্তরাসহ অসাধুদের চিহ্নিত করে এদের দ্রুত আইনের আওতায় না আনলে আদমজী ইপিজেডের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এবিষয়ে কথা বলতে সাদ্দামের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াহুর জানান, অভিযুক্তরা থানায় জামিননামা জমা দিয়ে গেছেন। বিষয়টি তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।  প্রসঙ্গত,  শ্রমিক লীগের গঠনতন্ত্র অনুযায়ী, শ্রমিকলীগের কোনো গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য প্রথমে ওই ব্যক্তিকে শ্রমিকলীগের যেকোনো কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে। সাদ্দাম হোসেন পূর্বে কখনো শ্রমিকলীগের সঙ্গে যুক্ত না থেকেও অবৈধ ও অনৈতিকভাবে দলের শীর্ষ একটি মহলকে ম্যানেজ করে গত বছরের ২৬ মে সিদ্ধিরগঞ্জের আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের পূর্বের আহ্বায়ক প্রস্তুতি কমিটি বাতিল করে গঠনতন্ত্র না মেনে সদস্য সচিব বনে যান। অবশ্য এ কমিটিতে সাবেক সভাপতি আব্দুস সামাদ বেপারীকে আহ্বায়ক করা হয়। আগামী ছয় মাসের জন্য ওই কমিটির অনুমোদন দেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং সাধারণ সম্পাদক কে এম আজম খশরু। এরপরই সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের এই কমিটিকে অবৈধ ঘোষণা করে দলের শীর্ষ ও তৃনমূল নেতাকর্মীরা ওই সময় সাদ্দামের কমিটি আহ্বায়ক আব্দুস সামাদ বেপারীও বলেন সদস্য সচিব হওয়া সাদ্দাম হোসেন কখনো শ্রমিক লীগের কোন ওয়ার্ড কমিটির সদস্যও ছিলেন না। সে যেহেতু কখনো আমাদেও কমিটির সদস্য ছিলেন না বিধায় তার সদস্য সচিব পদ পাওয়ার কথা না। আমি নিজেও এ কমিটির বিরোধিতা করছি। এ কমিটির বিষয়ে আমিও কিছু জানিনা, আমাকেও কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। এই কমিটিতে আমাকে আহ্বায়ক করা হলেও আমি এর সাথে সম্পৃক্ত নই। এরপর থেকেই সাদ্দাম ধরাকে সড়াজ্ঞান করে নিজের ইচ্ছেমতো দল বহির্ভুত একের পর এক কর্মকান্ড চালিয়ে বেপরোয়া হয়ে উঠেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:১৪ | Comments Off on প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

হাবিবুর রহমান বাদল দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুঃসময়ের কাÐারী প্রয়াত নেতা একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যু বাষির্কী আজ। আজকের এই দিনে নারায়ণগঞ্জের মানুষ সামসুজ্জোহার পাশাপাশি তিনবারের সাংসদ প্রয়াত নাসিম ওসমানের অভাবও অনুভব করছেন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামসুজ্জোহার অগ্রণী ভ‚মিকা ছিল। বর্ষিয়ান রাজনৈতিক নেতা একেএম শামসুজ্জোহা শুধু নারায়ণগঞ্জের গণমানুষের অকৃত্রিম […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ১৬:৩১
  • ১৮:২৮
  • ১৯:৪৭
  • ৫:২৮

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪