
ডান্ডিবার্তা রিপোর্ট
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের উচিত অন্যজনকে হেয় না করা। মিথ্যাকে সত্য বানিয়ে না বলা। আপনাদের (সাংবাদিক) উচিত একটি তথ্যকে ভালোভাবে যাচাই করে প্রকাশ করা। গতকাল বুধবার বেলা ১১টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) ‘শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি ড. মুসতাক আহমেদ। সাংবাদিকদের উদ্দেশে সম্পাদক মাহফুজ আনাম বলেন, “বাঙালি মুসলিমদের নিয়ে আবুল মনসুর আহমদ সবসময় বিশেষ চিন্তা করতেন। তিনি সবসময় একটি আদর্শিক জীবনযাপন করতেন। তার উপস্থিত বুদ্ধি ছিল অসাধারণ। তার রাজনৈতিক জীবন সূচনা হয়েছে ২১ দফা রচনা করার মাধ্যমে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। ‘আমার দেখা রাজনীতির ৫০ বছর’ তার অন্যতম একটি বই। তার অন্যতম আরেকটি বই হলো ‘আত্মকথা’। এ দুটি বই আপনাদের পড়া উচিত।’ তিনি বলেন, ‘আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের সবসময় একটি প্রশ্ন নিজেকে করা উচিত—সাংবাদিকতা আসলে কী? সাংবাদিকতা হলো মতপ্রকাশের স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা। এ স্বাধীনতা যার নেই সে আসলে তার জীবনকে উপভোগ করতে পারছে না। সাংবাদিকরা তাদের এ স্বাধীনতাকে প্রতিমুহূর্তে প্রকাশ করতে পারে। স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের উচিত অন্যজনকে হেয় না করা এবং মিথ্যাকে সত্য বানিয়ে না বলা। আপনাদের উচিত একটি তথ্যকে ভালোভাবে যাচাই করে প্রকাশ করা।’ মাহফুজ আনাম বলেন, সাংবাদিকতা একটি গর্বিত পেশা। আমি একজন সাংবাদিক হিসেবে নিজেকে নিয়ে গর্বিত। অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও প্রাবন্ধিক সনৎকুমার সাহা বলেন, আবুল মনসুর আহমদ আমার কাছে সাংবাদিক হিসেবে যতটুকু পরিচয় ছিলেন, তার চেয়ে বেশি পরিচিত ছিলেন একজন লেখক হিসেবে। তিনি তার বৈশিষ্ট্য ও নিজস্বতা বজায় রেখেছেন। তিনি যখন সাংবাদিকতায় প্রবেশ করেন, তখন কাজী নজরুল ইসলামও এ পেশায় প্রবেশ করেছিলেন। আবুল মনসুর আহমদের জীবনী আমাদের সবার পড়া উচিত।’ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন। বক্তব্য রাখেন দৈনিক সমকালের লেখক ও প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক তানভীর আহমদ এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯