
ডান্ডিবার্তা রিপোর্ট
নাসিকের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, মেয়র বিহীন কাউন্সিলর জিরো। আমরা কাউন্সিলররা অনেক কিছু করতে চাইলো মেয়র বিহীন কিছু করতে পারি না। তেমনি লোকাল এমপি বিহীনও কাউন্সিলররা শূণ্য। কারণ এলাকার উন্নয়নের জন্য স্থানীয় এমপির প্রয়োজন রয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় শহরের ডনচেম্বার ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন মাঠে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে দ্বিতীয় দফায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। বিত্তবানদের সহযোগীতায় এ শীত বস্ত্র বিতরণ করেন কাউন্সিলর শকু। শীত বস্ত্রের মাঝে ছিল, কম্বল, মহিলাদের সোয়েটার এবং পুরুষদের জ্যাকেট। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় প্রথম দফায় কাউন্সিলর পত্নী দিপা হাসেম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শীত বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, ডনচেম্বার পঞ্চায়েত’র সভাপতি নজরুল ইসলাম নজর, চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত’র সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ বাবুল, খানপুরের মুরুব্বী সামাল সরদার, বৃহত্তর চাঁদমারি পঞ্চায়েত’র যুগ্ন- সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ইসমত হাসেম, হানিফ সরদার, সমাজসেবক আনোয়ার হোসেন আনু, বাগে জান্নাত পঞ্চায়েত’র ফারুক রিপন, শরীফ সুমন, মহিলা নেত্রী জহুরা বেগমসহ প্রমুখ। কাউন্সিলর শওকত আরো বলেন, নাসিক ১২ নং ওয়ার্ডটি নারায়ণগঞ্জ ৫ আসনের সেলিম ওসমানের নিজের ওয়ার্ড। আমি ভিন্ন একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও উনি আমাকে ছোট ভাইয়ের মতো ভালবাসেন। উনি নির্বাচিত হওয়ার প্রথম আমার কাছে এলাকার সমস্যা জানতে চান। তখন আমি তাকে বলি আমাদের ওয়ার্ডে সুপেয় পানির সমস্যা রয়েছে। চারটি সাবমারসিবল চেয়েছিলাম। তখন উনি আমার ওয়ার্ডের জন্য ৮ টি সাবমারসিবল দিয়েছিলেন। আমি তখন আরো কিছু সমস্যার কথা তুলে ধরায় উনি সবাইকে নিয়ে মত বিনিময় সভা করলেন। উনি ১২ নাম্বার ওয়ার্ডের উন্নয়নে ১ কোটি ২৫ লাখ টাকা নিজস্ব অর্থায়নে কাজ করেছেন। যার মধ্যে ডনচেম্বার মসজিদে ৪২ লাখ টাকা, বাগে জান্নাত মসজিদে ১৫ লাখ টাকা, সাবমারসিবল, এলইডি বাতি, ফ্রি ওয়াই ফাই জোন করে দিয়েছিলেন। ২০২০ সালের মার্চে করোনা শুরু হওয়ার পর কেউ ঘর থেকে বের হওয়ার সাহস করেনি। বাবার লাশও সন্তান ফেলে রেখে গিয়েছিল তখন এমপি সেলিম ওসমান এপ্রিল মাসে নারায়ণগঞ্জ ৩০০ শয্যায় এসে আমাদের নিয়ে মিটিং করলেন। চিকিৎসক, নার্স, ওয়ার্ডবসহ স্টাফদের থাকা খাওয়া সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করেছেন। করোনাকালীন সময়ে এমপি সেলিম ওসমান ৩ কোটি টাকা নিজের অর্থায়নে খরচ করেছেন যা আমার হাত দিয়ে ব্যায় হয়েছে। এটা সম্ভব হয়েছে উনার সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে। দুর্ভাগ্যের বিষয় কিছুদিন আগে বিনা কারণে আমি যে দল করি সেই দল থেকে আমাকে বহিস্কার করা হয়েছে। নীতি নির্ধারক যারা এটা করেছেন আল্লাহ তাদের হেদায়েত করুন। এমপি সেলিম ওসমান দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করেন। উনি সবসময়ই বলেন উন্নয়নের ক্ষেত্রে উনি কোন দলমত হিসাব করেন না। অনেকে তলে তলে উনার কাছে যায়। আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা বলছি এটা আপনারা অচিরেই প্রমাণ পাবেন। আমি আমাদের ওয়ার্ডে একটি শীতাতপ নিয়ন্ত্রিত মর্গ ও সাবমারসিবল স্থাপনের দাবি জানিয়েছি। অনেকে বলে কাউন্সিলর শকু হলো সেলিম ওসমানের দালাল। কেউ এটা বললে আমি প্রাউড ফিল করি। কারণ জনপ্রতিনিধি হিসেবে আমার এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে আমাকে দালাল বললেও আমি প্রাউড ফিল করি। কারণ মেয়র বিহীন কাউন্সিলর জিরো। তেমনি লোকাল এমপি বিহীনও কাউন্সিলররা শূণ্য। এলাকার উন্নয়নের জন্য স্থানীয় এমপির প্রয়োজন রয়েছে। চার বারের নির্বাচিত কাউন্সিলর শওকত হাসেম শকু ওয়ার্ডবাসীর উদ্দেশ্য আরো বলেন, আপনারা আমাকে চারবার এ ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের খাদেম হিসেবে যথাসম্ভব সেবা দিয়ে যাচ্ছি। এরমধ্যে আমার ভুলভ্রান্তি হতে পারে। এতো বড় ওয়ার্ডে আমি হয়তো সকলের মন রক্ষা করতে পারিনি। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে আগামীতে শিশুদেরকে শীতবস্ত্র দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা আপনাদের সহযোগিতা করেছেন তাদের জন্যও দোয়া করবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯