
ডান্ডিবার্তা রিপোর্ট
কতিপয় নেতা, জনপ্রতিনিধির পরিবার পরিজন এবং অনুপ্রবেশকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীরা। দলের মধ্যে প্রভাবশালী নেতাদের আত্নীয়-স্বজন আর তেলবাজদের চলছে রামরাজত্ব। কোনো কোনো এলাকায় মূল দলের উপজেলা-থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে কেবল হাতে গোণা কয়েকজন সামান্য দলীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকে। বাকীদের অবস্থা চরম হতাশাজনক। আদর্শবান ও ত্যাগী নেতাকর্মীরা আজ বঞ্চিত, উপেক্ষিত এবং দিশেহারা। এখন বিরোধী দল আর কোন রাজনৈতিক তাদের প্রতিপক্ষ না। নিজ দলের প্রকৃত নেতাকর্মীরাই এখন আসল প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে। তাদেরকে কূটকৌশলে এবং গৃহবিবাদে ফেলে রাজনীতি থেকে দিনে দিনে মাইনাস করা হচ্ছে। ফলে পদধারীরাসহ দীর্ঘদিনের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরাও দলীয় কর্মকান্ড থেকে নিষ্ক্রীয় হয়ে পড়ছে। ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অংগ-সহযোগী ও সমমনা আদর্শিক সংগঠনের নেতা কর্মীদের অবস্থা আরো করুণ। হাইব্রীড, পরিবার লীগ, আত্মীয় লীগ এবং হঠাৎ লীগসহ সরকার বিরোধীরা তেলপানির বিনিময়ে কব্জা করে নিচ্ছে সরকারি চাকরী, প্রশাসনিক পদায়ন, দলীয় পদবী এবং ব্যবসা বাণিজ্যসহ যাবতীয় সুযোগ সুবিধার বড় অংশ। নেত্রীর সদিচ্ছা থাকার পরেও আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগের যোগ্য প্রার্থীদের অনেকেই আজ চাকুরীসহ অন্যান্য সুযোগ সুবিধা হতে বঞ্চিত। অনেক এলাকাতে প্রশাসন সরকার দলীয় সিনিয়র নেতৃবৃন্দকেও পাত্তা দিতে চায় না; এমনকি দলীয় পরিচয় পেলে অনেক ক্ষেত্রেই উল্টো তাচ্ছিল্য করে। দল পরপর চারবার ক্ষমতায় থাকার পরেও তৃণমূলের নেতাকর্মীরা আজ ভিষণ অসহায়, উপেক্ষিত এবং মূল্যহীন। বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষুব্ধতা।আগামী প্রজন্মের উপযোগী একটি সুখী সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জীবন বাজী রেখে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা শত বাঁধা-বিপত্তি সত্বেও তাঁর সুযোগ্য নেতৃত্ব এবং ইষ্পাত কঠিন দৃঢ়তায় সারা দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। দেশের গরীব ও সাধারণ মানুষসহ সকলে এর সুফল ভোগ করছেন। অথচ জেলার কিছু নেতা ও জনপ্রতিনিধির বিতর্কিত/নেতিবাচক কর্মকান্ডে দল দিন দিন সাংগঠনিক শক্তি হারাচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ হচ্ছে। এছাড়া, গৃহবিবাদ চরম আকার ধারণ করেছে। এসব কারণে, সরকারের সফলতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইতোমধ্যে দল কিছু ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত নয়। তবে দলের দু:সময়ে ভুলের খেসারত প্রত্যেকটা নেতাকর্মীকেই দিতে হবে যা কিনা অতীতকে স্মরন করলেই অনুমেয় করা যায়। এ অবস্থা আলমান থাকলে একটা সময় দলের বিশাল ক্ষতির আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯