আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ২:৪৮

সিদ্ধিরগঞ্জে লেডি সন্ত্রাসী রুনার  হামলায় নারী আহত

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৪ | ১০:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোসাঃ রুবি নামে নিরীহ অসহায় এক নারীর উপর হামলা চালিয়ে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে বেপরোয়া লেডি সন্ত্রাসী রুনা আজাদ এর বিরুদ্ধে। নাসিক ৫নং ওয়ার্ডের হাটখোলা ভুমি অফিসের সামনে গত বুধবার এ মারধরের ঘটনা ঘটায় রুনা। এরা সবাই একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী রুবি নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ওই দিন রাতে সিদ্ধিরগঞ্জ থানায় রুনা আজাদ, আবু সুফিয়ান ও তার অপকর্মের সহযোগী সানজিদার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, নাসিক ৫নং ওয়ার্ড এলাকার হাটখোলা ভুমিকা অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে ভুক্তভোগী রুবিকে তুচ্ছ বিষয় কেন্দ্র করে লেডি সন্ত্রাসী রুনা আজাদ অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ এর কারণ জিজ্ঞাসা করলে রুনা ক্ষিপ্ত হয়ে রুবির গালের বাম পাশে সজোড়ে চড় থাপ্পর মারে ও মারধর করতে থাকে। এক পর্যায় রুবি মাটিতে লুটিয়ে পড়লে আবু সুফিয়ান তার উপর ঝাপিয়ে পড়ে শ্লীলতাহানি করার চেষ্টা চালায়। এসময় রুনার অপকর্মের সহযোগী সানজিদা রুবির পরনের কাপড় চোপড় টানা হেচড়া করে ছিড়ে ফেলে। এক পর্যায়ে রুবির ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী রুনা বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ বড় ধরনের ক্ষতি করার হুমকী দিয়ে পালিয়ে যায়। এবিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মো. জহিরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনঅনুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা বলেন, রুনা উগ্রো চাল চরণ সন্ত্রাসী আচরণ ও কর্মকান্ডে অতিষ্ট এলাকাবাসী। ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় দিন দিন বেপোরোয়া হয়ে উঠছে রুনা ও তার সহযোগীরা। এদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। শীঘ্রই তাদের না রুখলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে এখনই এই রুনার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয় সাধারণ জনগন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা