আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৬:১৫

শামীম ও সেলিম ওসমানকে আইভী ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবেন না

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৪ | ১০:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবার সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমানকে হকার উচ্ছেদের ব্যপারে সিদ্ধান্ত নেয়ার আহবান জানিয়ে বলেছেন, আপনার ছোট ভাই শামীম ওসমান শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ না করলে জনতাকে নিয়ে আমি রাজপথে নামতে বাধ্য হব। তখন কোন অঘটন ঘটলে তার জন্য ওসমান পরিবারই দায়ি থাকবে। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে প্লাস্টিক ও পলিথিনবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি শুরুর আগে মেয়র আইভী আরো বলেন, বিগত ২০ বছর যাবত নগরীর মানুষ জেনে আসছে আমি কী এবং কেমন, আমি চাইলেই কী করতে পারি। আমি যদি মনে করি তবে একদিনেই নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে পারব। তবে যারা হকারদের দিয়ে সুবিধাভোগী তাদের কারণে অঘটন ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই আপাতত আমি নিশ্চিপ আছি। মেয়র আইভী সদর-বন্দর আসনের এমপি সেলিম ওসমানকে অনুরোধ জানিয়ে বলেন, শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তাহলে আমি যখন রাস্তায় নামব তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। মেয়র আইভী বলেন, দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বার বলেও অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারিনি। কেন পারিনি তা আপনি জানেন। আমার ফুটপাত হকারের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। তারপরও আমি নিশ্চুপ রয়েছি। আমি অপেক্ষায় থাকব আপনাদের জন্য। আপনাদেরকে নিয়েই আমি কাজ করতে চাই। আমার উপর যে হামলা চালানো হয়েছিল সেদিন যদি মানবঢাল সৃষ্টি করে আমাকে রক্ষা করা নাহতো তবে ২০১৮ সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন। শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে। নারায়ণগঞ্জে সাধারণ মানুষ চুপ হয়ে গেছে। মধ্যবিত্ত মানুষ যখন চুপ থাকে তখন সমাজের মধ্যে অপরাধ বেড়ে যায়। তিনি আরও বলেন, আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে থেকে কুড়িয়ে নিয়ে আসি। ওরা যে ফুটপাতে বিক্রি করে ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করব, ভাই বহুত হইসে। এখন সব কিছু বাদ দিয়ে আসেন শহর ঠিক করি, শহরের মানুষের কল্যাণে কাজ করি। আমি চাই দুই ভাইকে নিয়ে নারায়ণগঞ্জ শহরকে একটি পরিকল্পিত শহর হিসাবে গড়ে তুলতে। আমি কোন বিরোধে জড়াতে চাই না। শহরবাসীর শান্তি ও সুবিধার জন্য সকল ধরনের অনিয়ম অবসানে মেয়র আইভী, সেলিম ওসমান এমপি ও শামীম ওসমান এমপির সহায়তা কামনা করে বলেন, ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেলে সাধারণ মানুষ আর ঘরে বসে থাকবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা