
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের গৌরবের শতবর্ষ বিভিন্ন প্রকার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় বিদ্যালয়টির শত শত প্রাক্তন ছাত্রদের নিয়ে ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুল প্রাঙ্গন থেকে ব্যানার, প্লাকার্ড, সজ্জিত একাধিক ঘোড়ারগাড়ী এবং বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাউদ্দিন খান জিমখানা স্টেডিয়ামে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। র্যালী শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হায়দার আলী পুতুলের সভাপতিত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী জাতীয় পতাকা উত্তোলন করে শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর-বন্দর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ.কে.এম সেলিম ওসমান শারীরীক অসুস্থ্যতার কারণে অনুষ্ঠানে আসতে পারছেন না এমন বার্তায় তার অনুপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ডক্টর মোঃ দিদার উল আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), সাবেক সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী, নাসিক প্যানেল মেয়র ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, বিশিষ্ট শিল্পপতি বাবু পরিতোষ কান্তি সাহা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ফকির আকতারুজ্জামান ও এস.কে ওয়াজেদ আলী বাবুল, বীরমুক্তিযোদ্ধা ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি আলহাজ¦ নুরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুরাদ হোসেন বাদল ও আলহাজ¦ বোরহান উদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ নুর মোহাম্মদ ও সাবেক প্রধান শিক্ষক মোহাঃ তোরিকুল ইসলাম। খালিদ হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হাজী গোলাম ফারুক, আব্দুর রহিম, আকবর হোসেন সুমন প্রমূখ। শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে সারাদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনকৃত মোট ১০৭০ জন প্রাক্তন ছাত্র ও নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের স্মৃতিচারণ এবং ফটো সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ গ্রহন করে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের অন্যতম ব্যান্ড দল শাফিন আহমেদের ভয়েজ অব মাইলস এবং এনজি রকার্স।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯