আজ শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৭:২০

শামীম ওসমান যেটা বলেন সেটা করেন

ডান্ডিবার্তা | ২৮ জানুয়ারি, ২০২৪ | ৭:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল বলেছেন, পুরো নারায়ণগঞ্জ আজ এই মাঠে মিলিত হয়েছে। দাবি একটাই মাদকমুক্ত করবো। ১৯৯৬ সালে নারায়নগঞ্জে শামীম ওসমান যখন সংসদ সদস্য হলেন, তখন ওমরাহ হজে যান। কাবা ঘর ছুয়ে শপথ করেছিলেন ২০০ বছরের কলঙ্ক দূর করবেন। তা দূর করতে পেরেছিলেন। এবার তিনি কাবা শরিফ ছুয়ে আল্লাহর নামে শপথ করেছেন, মাদক নির্মুল করবেন। গতকাল শনিবার ইসদাইর ওসমানী স্টেডিয়ামে দুপুরে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’র মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটির সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও আহ্বায়ক ছিলেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। চন্দন শীল বলেন, আজ সব ধর্মের মানুষ এসেছে এই সভায়। শামীম ওসমান যেটা বলেন সেটা করেন। কেউ বাধা দিতে পারবে না। নারায়ণগঞ্জ থেকে সব জঞ্জাল দূর হবে এই সুযোগে। আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদরা আমরা একসাথেই কাজ করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা