আবারো দখলে শীতলক্ষ্যা ধলেশ্বরী

ডান্ডিবার্তা | জানুয়ারি ৩০, ২০২৪, ১২:১৫ | Comments Off on আবারো দখলে শীতলক্ষ্যা ধলেশ্বরী

ডান্ডিবার্তা রিপোর্ট প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর তীরে আবারো সক্রিয় হয়ে উঠেছে দখলদাররা। করোনাকালীন সময়ে নদী দখলদারদের বিরুদ্ধে অভিযান কম হওয়ার দরুন বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও ইটভাটার মালিকরা নদী দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছিল। প্রতি বছরই ইটভাটার মালিকরা তাদের নষ্ট ইট ও মাটি ফেলে ধলেশ্বরী নদী ভরাট ও দখল করে চলেছে। তেমনিভাবে শীতলক্ষ্যা নদীর দুই তীরেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বালু ফেলে নদী ভরাট ও দখলে লিপ্ত হয়ে উঠেছে। বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ প্রতিনিয়ত দখলদারদের বিরুদ্ধে অভিযান চালালেও বেশ কিছু স্থানে নদীর জায়গা ভরাট ও দখলের পায়তারা চলছে বলে অভিযোগে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালের জুন মাসে হাইকোর্ট রীট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যা নদীসহ রাজধানী ঢাকার পার্শ্ববর্তী ৪টি নদী রক্ষায় জেলা প্রশাসন ও বিআইডবিøউটিএকে নির্দেশ দেয়। আর এ নির্দেশনার পরেই ধীরে ধীরে বদলে যেতে থাকে শীতলক্ষ্যা। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যৌথ উদ্যোগে শীতলক্ষ্যা নদীর কয়েক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কাঁচপুর সেতুর দুই পাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৫ কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষায় পাকা স্থাপনা নির্মাণ, ওয়াকওয়ে (হাটার চলার জন্য) নির্মাণ ও গাছ লাগানোর জন্য ১৭ কোটি টাকার নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালের জুন মাসে। শেষ হয় ২০১৪ সালের জুনে। ওয়াকওয়ের সঙ্গে নদীর তীররক্ষা বাঁধও নির্মাণ করা হয়। ওয়াকওয়েটি মূলত ঢাকার ডেমরা থানার করিম জুট মিলস এলাকা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইলো (সিদ্ধিরগঞ্জ বাজার) এলাকা পর্যন্ত নির্মিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের ৫নং খেয়াঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত প্রায় পৌনে তিন কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। ২০১৮ সালের জুলাই মাসে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে হাইকোর্টের নির্দেশে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) পদ্ধতিতে সিএস জরিপ মোতাবেক সীমানা পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পটির মোট ব্যায় ১ হাজার ১৮১ কোটি ১০ লাখ ৩১ হাজার টাকা। প্রকল্পটির নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় ১৭ কিলোমিটারের নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫০ কোটি টাকা। শীতলক্ষ্যার পশ্চিম তীরে প্রিমিয়ার সিমেন্ট থেকে সিদ্ধিরগঞ্জের সাইলো পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার, সুলতানা কামাল ব্রীজ এলাকায় ৩ কিলোমিটার এবং শীতলক্ষ্যার পূর্ব তীরে বন্দরে ডিআইপিটিসি থেকে আকিজ সিমেন্ট পর্যন্ত আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের ওয়াকওয়ে নির্মিত হবে। ইতিমধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ নারায়ণগঞ্জেও চলমান রয়েছে। শীতলক্ষ্যা তীরে সীমানা পিলার স্থাপন কার্যক্রমও চলমান রয়েছে। ২০১৯ সালের ৩ ফেব্রæয়ারীতে নদীকে জীবন্ত সত্বা ঘোষণা করে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এর পরপরই জোরেশোরে শুরু হয়েছিল বিআইডবিøউটিএ’র উচ্ছেদ অভিযান। বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ফেব্রæয়ারী থেকে ২০২১ সালের ১৭ জুন পর্যন্ত বছরে শীতলক্ষ্যা নদীতে ২ হাজার ৪৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। যার মধ্যে সর্বমোট উচ্ছেদকৃত তীরভূমির পরিমাণ ছিল প্রায় ১০৫ একর। জব্দকৃত মালামাল সর্বমোট নিলাম দেয়া হয়েছিল ২ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৬০০ টাকা। সর্বমোট জরিমানা আদায় করা হয়েছিল ৩১ লাখ ৩১ হাজার টাকা। এদিকে সীমানা পিলার এবং ওয়াকওয়ে নির্মাণ কাজ চলমান থাকলেও ২০২১ সালের মাঝামাঝি থেকে ২০২২ সালের শেষ নাগাদ বন্ধ ছিল উচ্ছেদ অভিযান। বিআইডবিøউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট না থাকা এবং উচ্ছেদের অন্যতম হাতিয়ার ভেকুর সঙ্কট থাকায় প্রায় দেড় বছর ধরেই বন্ধ ছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এতে শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর উভয় তীরেই বেশ কিছু স্থানে অবৈধ দখলদাররা আবারো তৎপর হয়ে উঠেছিল। ২০২৩ সালের শুরুতে অভিযান শুরু হলেও দখলদারদের বেপরোয়া মনোভাব কমেনি। গতবছরের ২৩ ডিসেম্বরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বগ্রাম, ইরিনা ও তারাবো মৌজা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ। এর মধ্যে পূর্বগ্রাম মৌজায় খান ডকইয়ার্ডের মালিকের নদী ভরাটকৃত অংশ উচ্ছেদ করা হলেও সেখানে আবারো নদী ভরাট ও দখল পায়তারা শুরু হয়েছে। ধলেশ্বরী নদীতে গেল বছরে ইটভাটা মালিকদের নদী দখল করে নির্মিত গাইড ওয়াল ও বাশের পাইলিং উচ্ছেদ করেছিল বিআইডবিøউটিএ। তবে বছর না গড়াতেই সেখানে আবারো পরিবেশ দূষণকারী ইটভাটার মালিকরা গাইডওয়াল ও বাশের পাইলিং এর মাধ্যমে নদী দখল ও ভরাট কার্যক্রম চালাচ্ছে। সচেতন মহল বলছে, অবৈধ স্থাপনার মালিকদের বিরুদ্ধে মামলা অথবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে দখল ও ভরাট কার্যক্রম বন্ধ হতে পারে। এ বিষয়ে বিআইডবিøউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আমরা গেল বছরে বেশ কয়েক শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। ইতোমধ্যে অবৈধ দখলদারদের একটি তালিকা প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দখলদাররা যতই শক্তিশালী হোকনা কেন তাদের কোন ছাড় নেই।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩১
  • ১৯:৫০
  • ৫:২৪

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪