কবে হবে মানবিক নারায়ণগঞ্জ?

ডান্ডিবার্তা | জানুয়ারি ৩১, ২০২৪, ৯:৪৭ | Comments Off on কবে হবে মানবিক নারায়ণগঞ্জ?

হাবিবুর রহমান বাদল

বসবাসের অযোগ্য নারায়ণগঞ্জ শহর দিন দিন যেন অমানবিক হয়ে উঠছে। কতিপয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মানবিকতা নিয়ে প্রশ্নের শেষ নেই। গত সোমবার মধ্য রাতে শহরের শহীদ সোহরাওয়ার্দ্দী রোডে আটকে পড়া আকলিমার আর্তনাদ পরিবহন শ্রমিকদের মন গলাতে পারেনি। রাত তখন সাড়ে ১১টা। সন্ধ্যার পর থেকেই শহরের সোহরাওয়ার্দ্দী সড়ক ও নবাব সিরাজদৈৗল্লাহ সড়কটি পরিবহনের দখলে চলে যায়। এই সড়ক দু’টি পরিনত হয় বাস ডিপোতে। প্রতিদিন এই সড়ক দু’টি দিয়ে অবর্ননীয় যন্ত্রনার মধ্যে পথচারিদের চলাচল করতে হয়। বন্দরের বাসিন্দাদের যাওয়ার একমাত্র পথ এই সড়কটি নগরবাসীর জন্য তখন এক আতঙ্কের সড়কে পরিনত হয়। বাস টার্মিনাল থেকে ২নং রেল গেইট পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারেনা। রাত ৯টার পর ভোর রাত পর্যন্ত এ সড়কটি অনেকটাই যেন অবরুদ্ধ অবস্থায় থাকে। অথচ ঘটনাস্থল থেকে ১শ’ গজ দুরে সদর থাকার অবস্থান হলেও থানা পুলিশকে এ ব্যপারে কখনো উচ্চবাচ্চ করতে দেখা যায়নি। বরং মাঝে মধ্যে দেখা যায়, পুলিশের গাড়িও ঘন্টার পর ঘন্টা আটকে বসে থাকে। এর পিছনে কি রহস্য কাজ করছে তা নগরবাসী খুব সহজেই বুঝতে পারে। অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোন ঘটনা ঘটলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছতে পারবে কিংবা কোথায় আগুন লাগলে ফায়ার সার্ভিস সময়মত পৌছতে পারবে এমন নিশ্চয়তা দেয়ার মত অবস্থা তখন থাকে না। অবস্থাদৃষ্টে মনে হয়, শহরে আইনের শাসন যেন উবে গেছে। কেউ আইনের প্রতি তোয়াক্কা করছে না। সাধারণ রিকশা যাত্রীরা কখনো এর প্রতিবাদ করলে পরিবহন মাস্তানদের হাতে নাজেহাল হতে হয়। এই যখন অবস্থা তখন সোমবার মধ্য রাতে অন্তস্বত্ত¡া আকলিমাকে নিয়ে তার পরিবার হাসপাতালে ছুটার পথে চেস্বার রোডের মাঝ খানে আটকে পড়ে তাদের রিকশা। দুই দিকে সারি সারি করে রাখা বাসের মাঝখানে কোনমতে রিকশাটি যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন মাঝপথ দিয়েই আরো কয়েকটি বাস টার্মিনালের দিকে ঢুকার চেষ্টার করে। যানজটের সৃষ্টির মধ্যে টার্মিনালের দিক থেকে আরো দু’টি বাস এসে পিছনে দাঁড়ালে অন্তস্বত্ত¡া আকলিমাকে নিয়ে তার পরিবার বিপাকে পড়ে। এ অবস্থায় আকলিমার আর্তচিৎকারও পরিবহন শ্রমিকদের মন গলাতে পারেনি। কয়েকজন রিকশা যাত্রী আকলিমার এই অসহায়ত্ব দেখে রিকশা থেকে নেমে পরিবহন শ্রমিকদের কাছে শত অনুনয় বিনয় করে ব্যর্থ হয়ে যখন অন্য যাত্রীরা উত্তেজিত হয়ে এগিয়ে আসে তখন পরিবহন শ্রমিকদের টনক নড়ে। সামনের দু’টি বাস আস্তে আস্তে পিছনে যাওয়া শুরু করে উত্তেজিত যাত্রীদের ভয়ে। ততক্ষনে রাত ১২টা পার হয়ে গেছে। এত ঘটনা ঘটে গেলেও শহরে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকেই দেখা যায়নি। এ যেন শহরে এক রাম রাজত্ব শুরু হয়েছে। আইনের প্রতি এইসব পরিবহন শ্রমিকদের নেই কোন সামান্য শ্রদ্ধা, পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্লিপ্ততার মধ্যেই শহরবাসী প্রতিদিন দুর্ভোগ আতঙ্ক আর অনেকটা জিম্মি হয়ে রাতের শহরে চলাচল করছে। নারায়ণগঞ্জের মানুষের মনে প্রশ্ন জেগেছে, আসলেকি আমাদের মধ্য থেকে মানবিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে? আমরা কোন শহরে বাস করছি? যেখানে হাসপাতালে অন্তস্বত্ত¡া আকলিমার গতিরোধ করায় রিকশায় তাকে কাতরাতে হয়, কিংবা জরুরী প্রয়োজনে নদীর পূর্বপাড়ের মানুষকে ঘন্টার পর ঘন্টা শুধু মাত্র পরিবহন শ্রমিকদের কারণে পথে মধ্যে অপেক্ষা করে এই রাতে গন্তব্যে পৌছতে হয়। অথচ যতটুকু জানা আছে, পরিবহন সড়কে নামানোর আগেই সেইসব পরিবহনের গ্যারেজের ঠিকানা দিকে হয়। এ অবস্থা কতটুকু মানা হচ্ছে তা জানা না গেলেও জনদুর্ভোগ শুধু নয়, এ ধরণের আকলিমাদের যদি পরিবহন শ্রমিকদের কারণে বিনা চিকিৎসায় মরতে হয় তবে তার দায় নিবে কে? আমরা মানবিক নারায়ণগঞ্জ চাই। শহরবাসী একটি মানবিক প্রশাসন কামনা করে। এমন একটি শহর গড়ে উঠুক যেখানে নগরবাসী নিশ্চিন্তে বাধাহীন ভাবে পথ চলতে পারবে, থাকবে না পরিবহন শ্রমিকদের প্রতিবন্ধকতা কিংবা দুস্কৃতিকারীদের কোন ভীতি। এমন মানবিক নগরী কবে গড়ে উঠবে এমন প্রত্যাশায় চরম দুর্ভোগের মধ্যেও আশা ছাড়েনি নগরবাসী।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩১
  • ১৯:৫০
  • ৫:২৪

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪