আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ১২:২৬

আ’লীগ-বিএনপি নিজ নিজ অবস্থানে অনড়

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নির্বাচনের পর পশ্চিমা দেশের ক‚টনীতিকরা রাজনৈতিক সমঝোতা এবং সহাবস্থানের নীতি অনুসরণের জন্য পরামর্শ দিচ্ছে দুই দলকেই। শুধুমাত্র পশ্চিমা দেশের ক‚টনীতিকরাই নয়, বরং সুশীল সমাজের প্রতিনিধিরাও একটি রাজনৈতিক সহবস্থান এবং একটি সমঝোতার উপর গুরুত্ব আরোপ করছেন। রাজনৈতিক সমঝোতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন দূতাবাসগুলো আওয়ামী লীগ-বিএনপির বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে একটি সহনশীল সমঝোতার অবস্থায় আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন সহযোগী অনেক দেশই মনে করে যে, বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এবং সামনের দিনগুলোতে যে বৈশ্বিক পরিস্থিতি তাতে বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং সহনশীল-সমঝোতাপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশ দরকার। আর এ কারণেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যেন একটি রাজনৈতিক সমঝোতা হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নির্বাচনের আগেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো শর্তহীন সংলাপের উপর গুরুত্ব দিয়েছিল। কিন্তু, আওয়ামী লীগ-বিএনপি কেউই সেই সময় এই সংলাপে যায়নি। বরং, দুই দলই তাদের স্ব স্ব অবস্থানে অনড় থেকেছে। বিএনপি যেমন বলেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের দাবি না মানলে কোনও রকম আলাপ-আলোচনা হবে না। অন্যদিকে আওয়ামী লীগ বলেছে যে, সংলাপ করতে হলে তত্ত¡াবধায়ক সরকারের দাবি মাথা থেকে নামিয়ে আসতে হবে। সেই সংলাপ ছাড়াই আওয়ামী লীগ নির্বাচনের পথে গেছে এবং শেষ পর্যন্ত সফলভাবে নির্বাচন করেছে। এখন নির্বাচনের পর বিএনপি বর্তমান সরকারকে পরোক্ষভাবে মেনে নিলেও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা এই সরকারের পদত্যাগের দাবিতে এবং নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনের কর্মসূচি দেওয়ারও চেষ্টা করছে। কিন্তু, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে না বলে মনে করছেন বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা। এই জন্য দুই দলকেই আবার নতুন করে আলাপ-আলোচনা শুরু করার জন্য আহŸান জানিয়েছেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, আলাপ-আলোচনা আওয়ামী লীগ করতে রাজি আছে। আওয়ামী লীগ ধ্বংসাত্মক রাজনীতি চায় না, ষড়যন্ত্রের রাজনীতি চায় না। কিন্তু আলাপ-আলোচনা করার আগে অবশ্যই বিএনপিকে বর্তমান নির্বাচনকে মেনে নিতে হবে। নির্বাচন সম্পর্কে বিএনপির নেতারা যে ধরনের কথাবার্তা বলছে তারপর আলোচনা হতে পারে না বলেও মনে করেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে, বিএনপি এই সরকারকে অবৈধ বলছে। তাহলে সরকারের সঙ্গে সমঝোতা কেন? তিনি বলেন যে, বিএনপির দাবিগুলিই স্ববিরোধী। তারা একদিকে যেমন বলছে যে, এই সরকার অবৈধ। অন্যদিকে তারা এই সরকারেরই কাছেই আবার নেতাকর্মীদের মুক্তির দাবি করছে। সরকার যদি অবৈধই হয় তাহলে বিএনপির নেতাকর্মীদের এই সরকার মুক্তি দেবে কিভাবে? এ কারণেই বিএনপিকে আগে তাদের অবস্থান ঠিক করা জন্যই পরামর্শ দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি বলছে যে, সমঝোতা-রাজনৈতিক আলোচনা হতে হবে তত্ত¡বধায়ক সরকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তা নিয়ে এবং বর্তমান সংসদ ভেঙে দিয়ে নতুন করে একটা নির্বাচন কিভাবে দেয়া যায় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে সেব্যাপারেই তারা আলোচনায় বসতে রাজি। অন্য কোন বিষয় নিয়ে বিএনপি আলোচনায় আগ্রহী নয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা