
ডান্ডিবার্তা রিপোর্ট তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সহযোগিতা ছাড়াও আফগানিস্তানে উন্নয়ন হচ্ছে। আমাদের দেশে সেরকম প্রত্যাশিত উন্নয়ন ও অগ্রগতি আমরা দেখতে পাচ্ছিনা কেবলমাত্র দুর্নীতির কারণে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় চিটাগাংরোড গ্রীন গার্ডেন পার্টি সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর নগর সম্মেলন’২৪ -এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি… নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্র সমাজ কে নাস্তিক বানানোর পায়তারা করছে সরকার। ধর্মীয় শিক্ষা ছাড়া ইসলাম চলতে পারে না। পশ্চিমারা জানে জন্ম গুরুত্বপূর্ণ বিষয় নয়, মূল হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা সংস্কৃতি পরিবর্তন করা গেলে সবকিছু পরিবর্তন করা সম্ভব হবে। এজন্য মুসলমানদের বিরোধীরা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, ইসলামের সূচনায় পড়ার কথা বলা হয়েছে। শিক্ষা সংস্কৃতিতে ইসলাম থাকলে চুরি, ডাকাতি, রাহাজানি, দুর্নীতি, ব্যাংক ডাকাতি ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার হতো না। বাংলাদেশে যদি ইসলামকে প্রতিষ্ঠা করা যায় তবে এদেশে ৭০ গুণ উন্নয়ন হবে। বাংলাদেশে মানুষের খনি হলেও মানবসম্পদকে যথাযথভাবে প্রস্তুত না করার কারণে মানুষ সম্পদের পরিবর্তে আজ বোঝায় পরিণত হয়েছে। নগর সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম শাহীন আদনান এর সঞ্চালনায় নগর সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন নূর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি, জননেতা মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম, সেক্রেটারী, মুহাম্মাদ সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুর রহমান রোমান,শ্রমিক আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শাহ জালাল, কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ,জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি গাজী আলতাফ স্যার, যুব আন্দোলনের সভাপতি হাফেজ মুহা.রবিউল ইসলাম, নগর ছাত্র আন্দোলনের সহ সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম, প্রশিক্ষণ সম্পাদক নোমান আহমদ, দাওয়াহ্ সম্পাদক গাজী তারেক হাসান,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এম জাহিদুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মদ ইফতি আলম,কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আমির হামজা আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, কার্যনিবার্হী সদস্য মুহাম্মদ মনিরুল ইসলাম সহ থানার নেতৃবৃন্দ প্রমুখ। সম্মেলনে মুহাম্মাদ ওমর ফারুক সভাপতি, এইচ এম শাহীন আদনান সহ-সভাপতি এবং মুহাম্মাদ আবুল হাশেম সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর এর ২০২৪ সেশনের কমিটি ঘোষণা করা হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯