আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:১৭

লেকপাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ নগরীর ১৬নং ওয়ার্ডে দেওভোগ লেকপাড় এলাকাতে ছিনতাই ও কিশোর গ্যাং এর স্পট জোন হিসাবে পরিচিত এলাকাতে মোবাইল ফোন ছিন্তাই এর ঘটনায় সঙ্গবদ্ধ হয়ে দফায় দফায় হামলা চালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এঘটনায় গত ২৬ জানুয়ারী সদর মডেল থানায় ছিনতাইকারীদের নাম উল্লেখ্য করে ভূক্তভোগী মোঃ রাহাদ (২৮) লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীরা হলেন, দেওভোগ পাক্কা রোড, হাড় ভাঙ্গা গলির মানিক মিয়া ছেলে গিয়ার মাহিন (২৪), হানিফ মিয়ার ছেলে ইরানতে চাঁদাবাজ ইরান (২৫), পাভেল (২৮), রনি (৩৪), উভয় পিতা-অজ্ঞাত, মানিক মিয়ার ছেলে তুহিন চুরা তুহিন (২৯) সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন। অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত অভিযুক্তকারীরা নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় ছিন্তাই সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। গত ২৬ জানুয়ারী সন্ধ্যা শেখ রাসেল পার্ক এলাকা হইতে আমার ছোট ভাই সাব্বির (১৭) এর নিকট হইতে উপরোক্ত বিবাদীগণ মোবাইল ছিন্তাই করে রাখে। বিষয়ে জানতে পেরে দেওভোগ এলাকায় বিবাদীগণদের নিকট হইতে মোবাইল ফিরিয়ে আনার জন্য আমি সহ আমার বন্ধু তুষার (৩০), শাহিন (২৮) গেলে বিবাদীগণ কোন কথা না বলিয়া আমাদের উপর হামলা করে আমাদের এলোপাথারী মারধর করে আমাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। মারধরের একপর্যায়ে এলাকার লোকজন ছুটে আসলে আমরা প্রাণে রক্ষ পাই এবং উক্ত এলাকা হইতে আমরা ফিরে আসি। পরবর্তীতে আমরা আমাদের এলাকায় আসিলে, রাত সাড়ে ১১টায় বিবাদীগণ দেশি অস্ত্র সস্ত্র নিয়ে আমাদের এলাকায় আসিয়া আমাদের উপর হামলা করে। আমাদের এলোপাথারী মারধর করে আমার ঠোটে মুখে মারাত্মক রক্তাক্ত জখম করে। মারধর করে আমার সাথে থাকা নগদ আট হাজার পাঁচশত টাকা ও আমার ব্যবহৃত একটি এন্ড্রোয়েড মোবাইল (ঝঅগঝটঘএ অ৫৪) যাহার বর্তমান বাজার মূল্য আটত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি নিয়ে তেড়ে আসলে আমাদের আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমরা প্রাণে রক্ষা পাই। ভবিষ্যতে প্রাণে মারিয়া ফেলা সহ আরো বড় ধরনের ক্ষতি করিবে। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তারয় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি। নিরাপত্তা স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলে ঐদিনের ঘটনার বিবরণ জানতে চাওয়া হলে একাধিক ব্যক্তি জানান, এদের একটা বিশাল সঙ্ঘবদ্ধ দল রয়েছে। তাদের কাছে কি দিন কি রাত এক সমান। এদের বিরুদ্ধে কিছু বলগে গেলে আমাদেরও বিপদ আসবে। একটা কথা রয়েছে চুরের চুরি আবার শিনাজুড়ি। ঐদিনের ঘটনায় খুবই দুঃখ জনক ঘটনা। বেশি কথা না বলাই ভালো। আমরা আসা করি এদের কাছ থেকে প্রশাসন আমাদের মুক্তকরবে। সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হাবিব জানান, অভিযোগের সূত্রে ঘটনার সততার পাওয়া গেছে। এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা