আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:০৯

ক্লিন ইমেজের প্রার্থী চায় ফতুল্লাবাসী!

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা ইউপিতে স্বপন চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনের নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে আগামী ৯ মার্চ। তারিখ ঘোষনা পর থেকেই ফতুল্লায় সাধারন মানুষের মাঝে শুরু নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা। কে হচ্ছেন ফতুল্লা ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী। তবে ক্লিন ইমেজের ব্যক্তিকেই চেয়ারম্যান হিসেবে খুজছেন ইউনিয়নবাসী। আসছে উপনির্বাচনে চেয়ারম্যান পদে খোদ আওয়ামীলীগের একাধিক প্রার্থীর সাথে আরও অনেক প্রার্থী অংশগ্রহনের সম্ভাবনা দেখা দিয়েছে।। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছে থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী,সাধারন সম্পাদক মো.ফাইজুল ইসলাম, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ ফরিদ আহমেদ লিটন ও কার্যকরী সদস্য হাজী আবু মো.শরিফুল হক, যুবলীগ নেতা হাজী মো.আজমত আলী, ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার কাজি মাঈনউদ্দিন, ও পরশ,বিএনপি থেকে তুষার আহমেদ মিঠুসহ একাধিক প্রার্থী। তবে সময়ের সাথে তাল মিলিয়ে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। এ মধ্যে ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার কাজি মাঈনউদ্দিন ও পরশ দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। তবে উপনির্বাচনকে ঘিরে ভোটের আমেজ সৃষ্টির আগেই শুরু হয়েছে প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা। আর এ জল্পনা-কল্পনাকে বাস্তবে অন্যতম কারিগরের ভুমিকায় উঠেছে ভাই-ভাবীর নাম। তবে স্থানীয় এ নির্বাচনে তাদেরকে হস্তক্ষেপ না করার আহবান জানান ইউনিয়নের সাধারন ভোটাররা। তারা চান তাদেও ভোটাধিকারের মাধ্যমে একজন গ্রহনযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে যার মাধ্যমে আগামীতে ইউপির যাবতীয় সমস্যাগুলো সমাধানে সহায়ক হবে। আর এখানে যদি প্রভাবশালী কোন ব্যক্তির ইচ্ছেই সব কিছুর সমাধান করার চেষ্টা করা হয় কিংবা ভোটের মাঠে নেমে লড়াইয়ে অর্ন্তভুক্ত না হয়ে অযোগ্য কাউকে সমর্থন দিয়ে  চেয়ারম্যানের পদে আসীন করানো হয় তাহলে সেটা হবে সাধারন ভোটারদের গনতন্ত্রকে হরন করার অপকৌশল। তবে স্থানীয়দের দাবী,প্রভাবশালীদের হস্তক্ষেপের কারনেই সাধারন ভোটাররা সুযোগ্য ও ক্লিন ইমেজের ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে ব্যর্থ হয়। সাধারন ভোটারদের দাবী নিজে আর্থিকভাবে সুবিধা গ্রহনের চিন্তা-ভাবনা থেকে দুরে সরে যাওয়া উচিত উক্ত প্রভাবশালীদের। ভোটারদের মতে অর্থের যোগ্যতা নয় সাধারন ভোটারদের মাঝে যে ব্যক্তির গ্রহনযোগ্যতা রয়েছে তাকেই মনোনীত করা হোক চেয়ারম্যান প্রার্থী হিসেবে। এদিকে ফতুল্লা ইউপির চেয়ারম্যান পদে উপপনির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী চাচ্ছেন ইউপিবাসী। কোন বিতর্কিত ব্যক্তিকে তারা চেয়ারম্যান হিসেবে চায়না বলে জানান অনেকে। যে কয়জন প্রার্থী চেয়ারম্যান লড়তে চান তাদের মধ্যে অনেকেই বিতর্কিত ব্যক্তি রয়েছে বলে অভিমত তাদের। মাদক ব্যবসা,মাদক ব্যবসায় শেল্টার,অপরাধীদের লালন-পালন, সরকারী জমির উপর হাটবাজার বসিয়ে নিয়মিতভাবে চাদাঁ উত্তোলনসহ এরুপ ব্যক্তিরাও নাকি চেয়ারম্যান হতে মরিয়া হয়ে উঠেছেন। এমন বিতর্কিত ব্যক্তিদেরকে যদি চেয়ারম্যানের হওয়ার জন্য প্রভাবশালী কোন ব্যক্তি সুপারিশ করেন তাহলে অপরাধ নির্মুলের পরিবর্তে উল্টো অপরাধের স্বর্গরাজ্যে পরিনত হতে পারে পুরো ফতুল্লা ইউপি। কোন মাদক বিক্রেতা কিংবা শেল্টারদাতা অথবা অপরাধের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ফতুল্লাবাসী চায়না তাদের নতুন অভিভাবককে। স্থানীয়রা জানান, এমন কয়েকজন ব্যক্তি আসছে উপরির্বাচনে চেয়ারম্যান হতে চাচ্ছেন তাদের পরিবার ও স্বজনদের অত্যাচারে সাধারন ভোটাররা অনেকটাই জিম্মিদশায় রয়েছেন। হাটবাজারসহ রাস্তার আশপাশের দোকানীরাও শান্তিতে নেই উক্ত প্রার্থীর স্বজনদের অত্যাচারে। তারা আর বলেন,আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব ঘোষনা দিয়েছেন উপনির্বাচন কিংবা জেলা পরিষদ নির্বাচনে কোন দলীয় প্রতিক কিংবা প্রার্থী থাকবেনা। সেই ঘোষনা অনুযায়ী আমরা ফতুল্লা ইউপির উপনির্বাচনে সাংসদ শামীম ওসমানের কোন হস্তক্ষেপ চাইনা। চাই শুধু যোগ্যতার ভিত্তিতেই এবার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সকল প্রার্থীর অংশগ্রহনমুলক নির্বাচনের মাধ্যমেই চেয়ারম্যান আসুক যার কাছে আমরা প্রকৃত সেবাটুকু পাবো ইউপির একজন সাধারন ভোটার হিসেবে। তারা আরও বলেন,কোন ভাই-ভাবীর মনোনীত নয় সাধারন ভোটারের মনোনীত মানুষটিই সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যনের চেয়ারটি অলংকৃত করে তুলুক। তাই সাধারন ভোটারদের দাবী আগামী ৯মার্চ অনুষ্ঠিতব্য ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপপনির্বাচনটি সাধারন ভোটারদের অংশগ্রহনের মাধ্যমেই অনুষ্ঠিত হোক। উল্লেখ্য যে, গত বছরের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন ইন্তেকাল করেন। তার মৃত্যুর কয়েকদিন পর তার চেয়ারম্যান পদটিও শূন্য ঘোষনা করা হয়। শূন্যস্থানে পুনরায় ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হয় নিয়ম অনুয়ারী। সে হিসেবে গত ডিসেম্বরের স্বপন চেয়ারম্যানের শূন্য পদে উপপনির্বাচন হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে শুধু ফতুল্লায় নয় সারাদেশেই সকল প্রকার নির্বাচন বন্ধ ছিলো। জাতীয় নির্বাচন শেষে এখন শুরু হয়ে উপজেলা নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনের আমেজ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা