
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা সেলিনা হায়াত আইভী বলেছেন, আমার বাবাকে ১৯৮৪ সালে হত্যা করা হয়েছে। ওয়ান কাইন্ড অফ হত্যাই, রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। সেও এই শহরের নিবেদিত প্রাণ ছিলো, কি না করেছে। কিন্তু ইতিহাসের পাতায় আলী আহম্মদ চুনকার নাম খুঁজে পাবেন না। মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় বর্ণনা দেয় অনেক জায়গায়, কথা বলে বুঝে শুনে, সত্য কথা বলতে চায় না। জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে তারাও অনেক সময় অনেক কথা বলতে চায় না। কেন ভাই? ইতিহাসের কথা ইতিহাসে বলবেন। যার যতটুকু অবদান ততটুকু লিখবেন। আলী আহম্মদ চুনকার বয়স কম ছিলো তখন শ্রমিক রাজনীতি করেছেন, শ্রমিকের নেতৃত্ব দিয়েছেন সবাই চিনেন। এ শহরে খুন খারাবি যা হয়েছে তার প্রতিবাদ করেছেন। তিনি খুনি তো ছিলো না। বরঞ্চ খুনিদের বিরুদ্ধে কথা বলেছেন। তারই রক্ত আমার শরীরে, আমি একই কাজ করে যাচ্ছি। আমি আমার বাবার মত আমৃত্যু প্রতিবাদ করে যাব। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হলেও যা সত্য তাই বলে যাব। এ শহরের মানুষের স্বার্থে যা কিছু করার সবই করার চেষ্টা করছি। আগামিতেও করব ইনশাল্লাহ। গতকাল শুক্রবার বন্দরে এক সাংস্কৃতিক কর্মী ও সূধীজনের মিলন মেলায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে মেয়র আরো বলেন, আমার বাবা আমারও তো ইচ্ছে করে ইতিহাস জানতে। আমার বয়স যখন ১৬ কি ১৭ তখন আমার বাবাকে আমি হারিয়েছি। আগে মানুষ চিৎকার করে কান্না করতো। আমি ইচ্ছা করেও পারি না। আপনাদের মাঝে বেচেঁ আছি। দুইটা বাচ্চা আমার তাও দেশের বাহিরে, বাচ্চাগুলাও থাকে না আমার কাছে। আমার বাবার জন্য আমি এই দেশে আছি। আমি সব জায়গায় দেশ প্রেমের কথা বলি, আমি ধর্মের কথা বলি, আমি সুফিইজমের বিশ্বাস করি, আমি হিন্দু মুসলিম মানি না, ধর্মের উর্ধে এসে মানুষকে ভালোবাসি। এসব শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আজকে ২০ বছর যাবত আমি বাংলাদেশে শুধু আমার বাবার জন্য। আমি বাবা পাগল মেয়ে। মেয়র বলেন, আমার বাবা মাত্র ৫২ বছর বয়সে নারায়ণগঞ্জের জন্য কাজ করতে করতে করতে চলে গেলো, তাঁর স্বীকৃতিটাও সে ঠিক মতো পেলো না। রনাঙ্গনে এমন কোনো মুক্তি যোদ্ধা নাই যে, আমার বাবার সহযোগিতা পায়নি। আমার মায়ের গয়না বিক্রি করছে, বাড়ি বিক্রি করছে। কিন্তু আজকে রাষ্ট্রীয় পুরস্কার পায় এমনজন যারা রনাঙ্গনেই যায়নি, যুদ্ধই করেনি। তিনি আরও বলেন, আগে পুকুরে অনেক সাতার কাটতাম। পুকুরে ২-৩ ঘন্টা নেমে থাকতাম। মায়ের মাইরও খেয়েছি, বকাও শুনেছি। ভোরবেলায় ঘুম থেকে উঠেই বের হয়ে যেতাম, কার বড়ই গাছের নিচে বড়ই পড়ে আছে, কার আম গাছের নিচে আম পড়ে আছে। আমি একটু পাড়া মহল্লায় বেশী যেতাম, কারো বাড়িতে কে কি রান্না করছে ওইটাও দেখতাম। কারো বাসায় গিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিতাম, মসলা বেটে দিতাম। ছোট বেলায় দারিয়াবান্ধা খেলাসহ নানা রকমের খেলা খেলতাম। এখন অনেক মিস করি। আমি খুব বেশী সাতার কাটতে পছন্দ করতাম। এইজন্য পানি দেখলে আমার নামতে ইচ্ছা করে। সেই পরিবেশ আর এখন নেই। সেই পরিবেশ আমি কিভাবে ফেরত দিবো। সে পরিবেশ ফেরত দিতে গিয়ে কখনো খাল কাটতে যাই, মাঠ বানাতে যাই। বিভিন্নভাবে জায়গা উদ্ধার করে কাজকর্ম করতে চাই। মাঝে মাঝে ভুল বুঝাবুঝি হয়, মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি তো আছেই। আমি যখন থাকবো না, তখন হয়তো এগুলো মনে রাখবেন। আমার মনে মাঝে মাঝে মনে হয়, আমি হয়তো বেশীদিন বাচঁবো না খুব তারাতাড়ি মারা যাবো। কারণ ইদানিং কাজের এতবেশী চাপ, আমি নিজেও ক্লান্ত হয়ে যাই। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি রফিউর রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জেলা খেলাঘর আসরের সভাপতি রথীন চক্রবর্তী, জেলা ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯