
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জবাসীর বহু প্রত্যাশীত দিন যেন আজ। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গোল টেবিল বৈঠকে অবশেষে সাংসদ শামীম ওসমান, সাংসদ সেলিম ওসমান, মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা ও পুলিশ প্রশাশন। মহানগরের যানজট, হকারমুক্ত ফুটপাত ও সড়ক অব্যবস্থাপনা’ এজেন্ডা নিয়ে আলোচকবৃন্দ সমাধানের পথ খুঁজে বের করবেন। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মাদক, ভুমি দস্যু, সন্ত্রাস নিরসনে আরও গোল টেবিল বৈঠক আয়োজন করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রথম এই গোল টেবিল বৈঠকটি নির্ধারিত সংখ্যক অতিথি, সংবাদ কর্মী ও জাতীয় ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। নির্ধারিত সংখ্যক দাওয়াতি ছাড়া অন্যদের বৈঠকে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। হাইভোল্টেজের এই গোল টেবিল বৈঠকটি ইতিমধ্যে নগরীতে আলোলন সৃষ্টি করছে। প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিয়ে ভ্রার্তৃত্ব বন্ধনের নবযুগের সুচনা হতে যাচ্ছে। বৈঠকে আরো উপস্থিত থাকবেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্নেল তানভীর মাহমুদ পাশা, পিপিএম, পিএসসি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সহসভাপতি সোহেল সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর ও বিআরটি’র সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো: শামসুল কবীর। অবশেষে বসবাস যোগ্য নারায়ণগঞ্জ গড়তে এবং শহরের সমস্য সমাধানে ঐক্যমতে পৌছানোর জন্য ভাই-বোন এক টেবিলে বসতে রাজি হয়েছেন। শহরকে হকারমুক্ত, অবৈধ অটো রিকশা বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, শহরের বন্ধ হয়ে যাওয়া সড়কগুলি উন্মুক্তসহ বিভিন্ন সমস্য সমাধানের লক্ষ্যে আগামীকাল শনিবার সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত আইভী এক টেবিলে বসছেন এনিয়ে নগরবাসীর মধ্যে চলছে আলোচনা। তবে এই প্রথম কোন বৈঠক নিয়ে পজেটিভ আলোচনা চলছে শহরবাসীর মধ্যে। শহরবাসী মনে করছে আগামীকালকের গোল টেবিল বৈঠক থেকে তাদের কাঙ্খিত শহর গড়ে তোলার একটি পরিকল্পনা কিংবা বার্তা পাওয়া যাবে। আর এই বার্তাটির আশায় নগরবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে। আলোচিত এই গোল টোবিল বৈঠক নিয়ে শহরবাসীর মধ্যে কৌতুহলের শেষ নেই। শহরের সমস্যাগুলো নিয়ে যখন আলোচনা ওঠে তখন ফুটপাত দখল করে হকারদের দৌরাত্মের বিষয়টি প্রধান হয়ে দাঁড়ায়। এই হকারদের কাছ থেকে প্রতিনিয়ত নানাভাবে সুবিধা গ্রহণ করা জনপ্রতিনিধি, সমাজপতিদের ভিড়ে একমাত্র ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে ফুটপাতে হাঁটার সুযোগ করে দেওয়ার জন্য আওয়াজ তুলেছিলেন তিনি। যদিও এজন্য সিটি মেয়র আইভীর রক্তও ঝরেছিল, তবুও পিছ পা হননি তিনি। তাঁর এই আওয়াজ এখন নগরবাসীর গণদাবিতে রূপান্তরিত হয়েছে। এই শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক। হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে সড়কটি। কিন্তু সড়কটির দুই পাশের প্রশস্ত ফুটপাত সকাল থেকে রাত পর্যন্ত হকারদের দখলে থাকে। এতে চলাচলে বিঘœ ঘটে সাধারণ মানুষের। ফুটপাতে হাঁটাতো দূরের কথা মূল সড়ক দিয়েও চলাচল দুষ্কর হয়ে পড়ে কেননা বেশকিছু অংশে ফুটপাতের পর মূল সড়কও দখল করে ব্যবসা করে থাকেন হকাররা। শহরের যানজটেরও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই হকার। নারায়ণগঞ্জবাসী আশা করছে, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের এই আয়োজন থেকে আশার আলো পাওয়া যাবে। যা নগরবাসীর প্রত্যাশা অনেকটাই পুরন করবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯