
ডান্ডিবার্তা রিপোর্ট যানজটের কবল থেকে নারায়ণগঞ্জবাসীর যেন নিস্তার নেই। গতকাল শুক্রবার ছুটির দিনেও দিনভর থেমে থেমে শহরময় যানজট ছিল। রহস্যজনক কারণে ট্রাফিক পুলিশের ভুমিকা তেমন একটা পালন করতে দেখা যায়নি। গতকাল বিকাল সাড়ে ৫টায় ২নং রেল গেইট এলাকায় চর্তুদিকে ইজিবাইক যত্রতত্র ইচ্ছেমত ফেলে আধা ঘন্টারও বেশী সময় যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে রেখেছিল। পাশেই ট্রফিক পুলিশ বক্সে অফিসারসহ ট্রাফিক কনেস্টেবল থাকলেও তাদের তৎপরতা দেখা যায়নি। দুরের একজন ট্রাফিক পুলিশকে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখা গেছে। আলী আহাম্মদ চুনকা সড়কের শুরু থেকে পালপাড়া পর্যন্ত বিশাল যানজট অপরদিকে ডিআইটি থেকে ২নং রেল গেইট পর্যন্ত একই অবস্থা ছিল। হকারদের দৌরাত্ব্য যেন গতকাল বেশীই মনে হয়েছে। এ অবস্থার পিছনে ভিন্ন কিছু খুজতে চেষ্টা করেছে নগরবাসী। অবস্থার বেগতিক দেখে যানজট নিরসনে অনেক যাত্রীকে অটো রিকশা থেকে নেমে নিজেরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেও শহর যানজট মুক্ত করতে পারেনি। সরকারি ছুটির দিন ভোর থেকেই সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও গণপরিবহনের তুলনায় প্রচুর ব্যক্তিগত এবং মালবাহী যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। সামান্য পথ পাড়ি দিতে ১ ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এর আগে এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট সময় লাগতো। ইফতি নামে এক যাত্রী জানান, চাষাড়া থেকে অটোতে উঠেছি ডিআইটি যাওয়ার জন্য। কিন্তু এই সামান্য পথ পাড়ি দিতে ঘন্টার বেশী সময় লেগে যাচ্ছে। এ যেন ভোগান্তির চরমসীমা। অটো এনামুল বলেন, আজ যেহেতু ছটির দিন তাই সড়কে গাড়ির চাপ আগের চেয়ে অনেক বেড়েছে। তবে যানজটের পরস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ব থেকে কোনো পদক্ষেপ নিলে এতোটা ভোগান্তীতে পড়তে হতনা। মোবারক নামে এক চালক ড্রাইভার জানান, যানজটের গাড়ি নিয়ে বের হতে মনে চায় না। আজ যেহেতু ছুটির দিন ইনকাম একটু বেশী হবে তাই গাড়ি নিয়ে বের হয়েছি। আমার মত এভাবে অনেকেই বের হওয়াতে সড়কে গাড়ির চাপ বেড়েছে। এ যানজট থেকে কবে মুক্তিপাবে নগরবাসী তার কোন হিসাব নেই। সাধারণ মানুষ জনপ্রতিনিধিরে কাছে প্রত্যাশা করে যানজট ও হকারমুক্ত নিরাপদ পরিবেশের নারায়ণগঞ্জ চায়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, যেহেতু শনিবার যানজট নিরসনে জনপ্রতিনিধিরা বৈঠক করবেন তা হলে শহরে হঠাৎ যানজট এটা কিসের আলামত। মনে হচ্ছে জনপ্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ করতে যানজট সুষ্টি করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯