আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:১৭

ইহা কিসের আলামত!

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট যানজটের কবল থেকে নারায়ণগঞ্জবাসীর যেন নিস্তার নেই। গতকাল শুক্রবার ছুটির দিনেও দিনভর থেমে থেমে শহরময় যানজট ছিল। রহস্যজনক কারণে ট্রাফিক পুলিশের ভুমিকা তেমন একটা পালন করতে দেখা যায়নি। গতকাল বিকাল সাড়ে ৫টায় ২নং রেল গেইট এলাকায় চর্তুদিকে ইজিবাইক যত্রতত্র ইচ্ছেমত ফেলে আধা ঘন্টারও বেশী সময় যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে রেখেছিল। পাশেই ট্রফিক পুলিশ বক্সে অফিসারসহ ট্রাফিক কনেস্টেবল থাকলেও তাদের তৎপরতা দেখা যায়নি। দুরের একজন ট্রাফিক পুলিশকে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখা গেছে। আলী আহাম্মদ চুনকা সড়কের শুরু থেকে পালপাড়া পর্যন্ত বিশাল যানজট অপরদিকে ডিআইটি থেকে ২নং রেল গেইট পর্যন্ত একই অবস্থা ছিল। হকারদের দৌরাত্ব্য যেন গতকাল বেশীই মনে হয়েছে। এ অবস্থার পিছনে ভিন্ন কিছু খুজতে চেষ্টা করেছে নগরবাসী। অবস্থার বেগতিক দেখে যানজট নিরসনে অনেক যাত্রীকে অটো রিকশা থেকে নেমে নিজেরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেও শহর যানজট মুক্ত করতে পারেনি। সরকারি ছুটির দিন ভোর থেকেই সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও গণপরিবহনের তুলনায় প্রচুর ব্যক্তিগত এবং মালবাহী যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। সামান্য পথ পাড়ি দিতে ১ ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। এর আগে এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট সময় লাগতো। ইফতি নামে এক যাত্রী জানান, চাষাড়া থেকে অটোতে উঠেছি ডিআইটি যাওয়ার জন্য। কিন্তু এই সামান্য পথ পাড়ি দিতে ঘন্টার বেশী সময় লেগে যাচ্ছে। এ যেন ভোগান্তির চরমসীমা। অটো এনামুল বলেন, আজ যেহেতু ছটির দিন তাই সড়কে গাড়ির চাপ আগের চেয়ে অনেক বেড়েছে। তবে যানজটের পরস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ব থেকে কোনো পদক্ষেপ নিলে এতোটা ভোগান্তীতে পড়তে হতনা। মোবারক নামে এক চালক ড্রাইভার জানান, যানজটের গাড়ি নিয়ে বের হতে মনে চায় না। আজ যেহেতু ছুটির দিন ইনকাম একটু বেশী হবে তাই গাড়ি নিয়ে বের হয়েছি। আমার মত এভাবে অনেকেই বের হওয়াতে সড়কে গাড়ির চাপ বেড়েছে। এ যানজট থেকে কবে মুক্তিপাবে নগরবাসী তার কোন হিসাব নেই। সাধারণ মানুষ জনপ্রতিনিধিরে কাছে প্রত্যাশা করে যানজট ও হকারমুক্ত নিরাপদ পরিবেশের নারায়ণগঞ্জ চায়। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, যেহেতু শনিবার যানজট নিরসনে জনপ্রতিনিধিরা বৈঠক করবেন তা হলে শহরে হঠাৎ যানজট এটা কিসের আলামত। মনে হচ্ছে জনপ্রতিনিধিদের প্রশ্নবিদ্ধ করতে যানজট সুষ্টি করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা