আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৮:৩৫

নারায়ণগঞ্জে বিআইডবিøউটিএর গুদামের আগুন নিয়ন্ত্রণে

ডান্ডিবার্তা | ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় বিআইডবিøউটিএর গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে অগ্নিকাÐের ঘটনার চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামে বিআইডবিøউটিএর জাহাজের বিভিন্ন মালামাল রাখা হয়। দুপুর সোয়া ১টার দিকে নগর খানপুর বরফকল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত বিআইডবিøউটিএ’র গুদাম এলাকায় ৪নং গুদামের পাশে ড্রেজিংয়ের যে প্লাস্টিকের পাইপ ও রার্বার রাখা ছিলো সে গুলো থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে ভেতরে থাকা কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালায় তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা উপড়ের দিকে ছড়িয়ে পড়ে। এসময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। যেখানে আগুন জলছে তার পাশেই একটি ক্যামিকেল গুডাম আছে তাই শীতলক্ষ্যা নদী থেকে পানি এনে আগুন নিভানোর চেষ্টা চলছে। দুপুর সোয়া ১টার দিকে বিআইডবিøউটিএ এর স্তুপ করে রাখা ডেজিং পাইপে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে আসার পর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ধারণা করা হচ্ছে পরিত্যক্ত জায়গায় মজুদকৃত পাইপ বা রাবার থেকে আগুনের সূত্রপাত। সেখানে আগের একটি আগুনে পুড়ে যাওয়ার ক্ষতিগ্রস্ত মালামাল রাখা ছিলো। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত বা দগ্ধ হয়নি। এ অগ্নিকান্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে জানানো যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস। বিআইডবিøউটিএ’র সদস্য (অর্থ) কমান্ডার মো. রফিউল হাসাইন বলেন, ‘আমাদের কিছু ওয়েস্টিজ মালামাল স্তুপাকারে রাখা ছিল। সেখানেই আগুন লাগে। আমরা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই যে তারা আগুন ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণে রেখেছেন।’ আগুন কীভাবে লেগেছে তা নিরূপনে তদন্ত কমিটি করা হবে বলে জানান এই কর্মকর্তা। প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ নভেম্বর একই জায়গায় আগ্নিকান্ড ঘটে। আগুন নেভাতে নারায়ণগঞ্জ ও রাজধানীর মোট ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একটি স্টোররুম ও দুটি গুদাম পুড়ে নিঃশেষ হয়ে যায়। আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা