অভিযানের শহর আংশিক ফাঁকা স্বস্তি ফিরছে নগরবাসীর

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ১০:৫৩ | Comments Off on অভিযানের শহর আংশিক ফাঁকা স্বস্তি ফিরছে নগরবাসীর

ডান্ডিবার্তা রিপোর্ট মেয়র ও এমপির গোল টেবিল বৈঠকের পরদিন নারায়ণগঞ্জ শহর আংশিক ফাঁকা হয়ে গেছে। প্রধান সড়কে অবৈধ স্ট্যান্ড ও ফুটপাতের হকার না থাকলেও সিরাজউদ্দৌলা, মীরজুমলা সড়ক পূর্বের মতোই হকারদের দখলে রয়েছে। শহরবাসীর দাবি এক সাথে পুরো শহরের যানজট ও হকার মুক্ত করতে না পারলে দ্রæত পূর্বের অবস্থায় ফিরে আসবে। তবে এ বৈঠক থেকে অনেকটাই প্রমাণিত হয়েছে নারায়ণগঞ্জ সকল জনপ্রতিনিধি একত্রিত হলে ও পুলিশ প্রশাসন চাইলে শহরে স্বত্বিতে চলাচল করতে পারে জনগণ। তাই দ্রæত এর বাস্তবায়ন চান তারা। গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাড়া, ২নং রেলগেইট, ১নং রেলগেইট, জিমখানা ও নিতাইগঞ্জ মোড়ে সড়কের উপরে অবৈধ স্ট্যান্ডে থাকা সাড়ি সাড়ি লেগুনা, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কারসহ কোনো যানবাহন চোখে পড়েনি। আর হকার না থাকায় দীর্ঘদিন পর স্বত্বিতে শহরে ফুটপাতে হেঁটে চলাচল করে সাধারণ মানুষ। সকাল থেকেই শহরের প্রতিটি অবৈধ স্ট্যান্ডসহ প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) রুহুল আমিন সাগরের নেতৃত্বে টিআই (এডমিন) মো. আব্দুল করিম ও টিআই (চাষাড়া ট্রাফিক পুলিশ) মো. শেখ ইমরান হোসেনসহ বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ সঙ্গে নিয়ে চাষাড়ার আশপাশের শহীদ মিনার, মহিলা কলেজ, রাইফেল ক্লাব, আজগর পাম্প, সুগন্ধা বেকারী, খাজা মার্কেট, সোনালী ব্যাংক, ২নং রেলগেইট, ১নং রেলগেইট, জিমখানা ও নিতাইগঞ্জ মোড়সহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে কঠোর অবস্থানে ছিলেন। এবিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, শহরে অবৈধ স্ট্যান্ড থাকবে না। আর যতযত্র কেউ সড়কের উপরে অবৈধভাবে যানবাহন পার্কিং ও সড়কে ফুটপাত দখল করে হকার বসতে পারবেনা। এটি আমাদের নিয়মিত অভিযান। আমাদের এই অভিযান চলমান থাকবে। রাজু আহমেদ নামের একজন বলেন, নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন চাইলে নারায়ণগঞ্জ শহরকে হকার ও যানজটমুক্ত রাখা সম্ভব। জনপ্রতিনিধিরা এক টেবিলে সবার একদিন পর নারায়ণগঞ্জ শহর যানজট মুক্তের পাশাপাশি ফুটপাতের হকার মুক্ত হয়ে যায়। আমরা চাই শহর হকার ও যানজটমুক্ত থাকুক। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে নগরবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। প্রেসক্লাবের আন্তরিক প্রচেষ্টায় এমপি ও মেয়র এক টেবিলে বসে আলোচনা করেছে বলেই শহর আজকে যানজট ও হকার মুক্ত হয়েছে। আমরা চাই আমাদের নাগরিকদের স্বার্থে জনপ্রতিনিধি একসাথে বসে আলোচনা করে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করুক। এদিকে নারায়ণগঞ্জ থেকে সকালে বন্ধন, উৎসবসহ বিভিন্ন ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। গতকাল রবিবার ভোর থেকে বাস না পেয়ে ভোগান্তিতে পরেন অফিসমুখী যাত্রীরা। পরবর্তীতে সকাল ১০ টা হতে বাস চলাচল শুরু হয়। গত শনিবার জেলা প্রশাসক মাহমুদুল হক গোল টেবিল বৈঠকে ঘোষণা দেন, আমি প্রকাশ্যে ঘোষণা করছি, আগামীকাল থেকে আমি গাড়ি ডাম্পিংয়ে দেওয়া শুরু করবো। আগামীকাল থেকে রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না। তার এই ঘোষণার পর গতকাল রবিবার সকালে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। চাষাঢ়ায় বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে জানা যায়, উৎসব ও বন্ধন বাসের কাউন্টার কর্তৃপক্ষ জানান, সকাল ১০টা পর্যন্ত বাস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এসময় উৎসব পরিবহনের কাউন্টারের কর্মচারী সাব্বির বলেন, সকাল ১০ টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। ২নং রেল গেট হতে পুলিশ আমাদের বাস ছাড়তে দেয় নাই। পরে বাস কর্তৃপক্ষ মিটিং করে বাস ছাড়ার ব্যবস্থা করেন। এরপর থেকে স্বাভাবিকভাবেই বাস চলাচল করছে। বন্ধন কাউন্টারে গেলে মো. রাশেদ বলেন, আমি বন্ধন‘র একটি বাসের মালিক। ১০ বছর ধরে আমরা রুট পারমিটের জন্য চেষ্টা করছি। কিন্তু এখনও তা পেতে সক্ষম হইনি। তাই আমাদের বাস নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচল করতে সমস্যা হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের হকার সমস্যা ও যানজট নিরসনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে শহরের দীর্ঘদিনের এই সমস্যা নিরসনে একমত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তাদের পাশাপাশি সমস্যা নিরসনে অচিরেই পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরুসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪