
ডান্ডিবার্তা রিপোর্ট অবশেষে বিএনপি স্বীকার করলো যে, তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য বিএনপি অতি গোপনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। দলের সিনিয়র নেতা ড. আবদুল মঈন খানকে এ কমিটির প্রধান করা হয়েছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি এ ধরনের কমিটি গঠনের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে, বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি। আমরা পরাজিতও হইনি, বরং আমরা সরকারের মুখোশ উন্মোচন করতে সক্ষম হয়েছি। মুখে বিএনপি নেতারা যাই বলুক না কেন নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। এই হতাশা চূড়ান্ত রূপ লাভ করেছে যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং তার সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করে চিঠি লিখেছেন। এই চিঠির পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা লক্ষ্য করা যাচ্ছে। কেন বিএনপির আন্দোলন ব্যর্থ হলো এবং বিএনপির আগামীর কৌশল কি? এনিয়ে বিএনপিতে এখন বড় ধরনের চর্চা হচ্ছে। বিএনপি নেতারা নিজেরা বৈঠক করে এ বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা স্বীকার করেছেন যে, বিএনপির মধ্যে আত্মশুদ্ধি এবং আন্দোলনের ব্যর্থতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু আন্দোলনের ব্যর্থতা নয়, ভবিষ্যতে আন্দোলনের কৌশল কি হবে এ নিয়ে বিএনপির মধ্যে আলোচনা হচ্ছে। বিএনপির মধ্যে এখন ৫টি প্রশ্ন নিয়ে অনুসন্ধান হচ্ছে। প্রথম প্রশ্ন, ২৮ অক্টোবর বিএনপির এ হঠকারিতা কারা করলো? বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে যে, বিএনপি ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু, কারা সেদিন সহিংসতা করেছিল, এটি তাদের কাছে রহস্যময়। বিএনপির কোনো কোনো নেতা প্রকাশ্যে বলেন যে, এটা সরকারের কারসাজি। কিন্তু, ওইদিনের যে সমস্ত তথ্য-উপাত্ত, ভিডিও ফুটেজ তা প্রমাণ করে যে, বিএনপির কিছু উশৃঙ্খল কর্মী এ ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এ কারণেই বিএনপি নীতি নির্ধারকরা মনে করে না যে, এসব ঘটনার পেছনে শুধু সরকারের হাত ছিল। তারা মনে করে যে, বিএনপির মধ্যে থেকে কারও কারও সহিংসতার ব্যাপারে উসকানি ছিল। দ্বিতীয়ত, বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা মূল্যায়ন করা। বিএনপির নেতারা অবশ্য সবসময় বলে থাকেন যে, তাদের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। কারণ, এই নির্বাচনে গেলে ফলাফল কি হতো তা তারা সহজেই অনুমান করতে পারছেন। তৃতীয় অনুসন্ধানের বিষয় হলো, আন্তর্জাতিক মহল কেনো শেষ মুহুর্তে এসে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিলো, সরকারকে সমর্থন দিলো? বিএনপির নেতারা মনে করছেন, পশ্চিমা বিশ্ব যেভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিল, শেষ পর্যন্ত কেন তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন থেকে সরে আসলো তা খতিয়ে দেখা দরকার। কারণ, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিএনপি আন্দোলন করেছিলো এবং তাতে পশ্চিমাদের সমর্থন ছিল। চতুর্থত, নির্বাচনের পরে বিএনপি যে আন্দোলনের কথা বলেছিল সে আন্দোলন কেন তৈরি হচ্ছে না এবং আন্দোলন কেন গতি পাচ্ছে না? এবং পঞ্চমত, বিএনপি ভবিষ্যতে কি করবে, তাদের করণীয় কি? তারা কি সরকারকে সময় দিবে নাকি আবার নতুন করে আন্দোলন করবে? এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করছে বিএনপির নেতারা। বিএনপির একজন নেতা স্বীকার করেছেন যে, কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। কর্মীরা বার বার আন্দোলনে ব্যর্থতার দায় কার তা খুঁজতে চাইছেন। আর এ কারণেই একটি তথ্য অনুসন্ধান করে দেখা হচ্ছে যে, আসলে কার দায় কতটুকু?
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯