আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ১২:৩১

বন্দরে ধারালে অস্ত্রসহ ৩ নৌ ডাকাত গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ০৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২৪ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে সিমেন্টবাহী ট্রলারের সুকানিকে গলায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল সেট, নগদ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেওয়ার সময় ৩ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ। ওই সময় নৌ পুলিশ গ্রেপ্তারকৃত ৩ নৌ ডাকাতের কাছ থেকে ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি বগ কাচি ও ছিনতাইকৃত নগদ ৪’শ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত নৌ-ডাকাত হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মহনপুর এলাকার মৃত আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে সগির (৩৫) একই উপজেলার একই ইউনিয়নের চর-ধলেরশ্বরী এলাকার মৃত জজ মিয়ার ছেলে উজ্জল (২৪) সোনারগা থানার চর বলাকী এলাকার মৃত তাজ মোহাম্মদ মিয়ার ছেলে বরাত হোসেন (৪০)। গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বন্দর থানার চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষা নদীতে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত সুকানি মামুন মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ নৌ ডাকাতকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। জানাগেছে, পিরোজপুর জেলার নেছারাবাদ থানার গগন বলদিয়া এলাকার হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া দীর্ঘ দিন ধরে শাকিল-৪ নামক এক জাহাজে সুকানি হিসেবে কর্মরত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় শাকিল-৪ নামক একটি স্ট্রীলবডি জাহাজ ইনসি সিমেন্ট কোম্পানি হইতে ১০০০ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালের উদ্দেশ্য রওনা হয়ে বন্দর থানাধীন চর-ধলেরশ্বরীস্থ শীতলক্ষ্যা নদীতে আসলে ওই সময় উৎপেতে থাকা নৌ-ডাকাতরা একটি পুরাতন কাঠের ট্রলার যোগে সিমেন্টবাহী ট্রলারে উঠে সুকানি মামুনকে অস্ত্রে মুখে জিম্মি করে পিটিয়ে ১টি মোবাইল সেট, নগদ ৪’শ টাকা ও ৫ লিটার সোয়াবিন তেল ছিনিয়ে নেয়। ওই সময় সিমেন্টবাহী ট্রলারের লোকজনদের চিৎকার শুনে টহলরত নৌপুলিশ দ্রæত ঘটনাস্থলে আসলে ওই সময় নৌ ডাকাতরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে কলাগাছিয়া নৌ ফাঁড়ি টহলরত পুলিশ ধাওয়া করে ৩ নৌ ডাকাতকে ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত নগদ টাকাসহ গ্রেপ্তার করে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা