আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৬:০১

শ্রমিকদের উত্তেজনায় সড়ক অবরোধ

ডান্ডিবার্তা | ১১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার কাশীপুরে ক্রোনি গ্রæপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ থামছে না। শ্রমিকদের দমাতে কারখানা কর্তৃপক্ষ বহিরাগত মাস্তান দিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে শ্রমিকরা বিক্ষোভ করলে ‘বেআইনিভাবে শ্রমিক ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণ দেখিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে শ্রমিকদের বিক্ষোভ দমাতে যুবলীগ ক্যাডার সোহেলকে ভাড়া করে মালিক পক্ষ। যুবলীগ ক্যাডার সোহেল তার বাহিনী নিয়ে শ্রমিকদের উপর হামলার চেষ্টা করলে শ্রমিকদের ধাওয়ায় যুবলীগ ক্যাডাররা পালিয়ে যায়। পরে শ্রমিকরা মাস্তান বাহিনীর ফেলে যাওয়া লাঠিসোটা ও ধারারো অস্ত্র উদ্ধার করে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তজনা ছড়িয়ে পরে। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সকালে শ্রমিকরা ফের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের ক্রোনী গ্রæপের ‘অবন্তী কালার টেক্স লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল শনিবার সকালে কারখানার বাহিরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শ্রমিকরা সড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় যানজট সৃষ্টি হলে পরে ফতুল্লা থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, ৩১ জানুয়ারি থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছে। আন্দোলনকারি শ্রমিকরা জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন না দিয়ে এবং কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেন। ফলে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচী পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। বিক্ষোভকারীরা জানান, বিভিন্ন অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করছে মালিকপক্ষ। গত ছয় মাস ধরে বেতন নিয়ে সমস্যা করছে তারা। নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে। বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না মালিক পক্ষ। শ্রমিকদের জানান, কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত আছেন। শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন পেলে আন্দোলন বন্ধ করবে। অফিস স্টাফরাও ৫ মাসের বেতন পাবে বলে জানা গেছে। তবে মালিকপক্ষ কেউই কথা বলতে রাজি হননি। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর ‘অর্ডার কমে যাওয়ার’ কথা জানিয়ে ক্রোনী গ্রæপের প্রতিষ্ঠান ‘ক্রোনী টেক্স সোয়েটার লিমিটেড’ নামে কারখানাটি লে-অফ ঘোষণা করে। পরদিন সকালে কারখানার শ্রামকরা বিক্ষোভ শুরু করে। গত বৃহস্পতিবার বিকেলে ফতুল্লা কাশিপুর ইউনয়নের হাটখোলা এলাকায় ক্রোনি এ্যাপারেলসে তিতাসের গ্যাস সংযোগস্থলে বিস্ফোরণে চৌদ্দজন শ্রমিক দগ্ধ হন। গ্যাসের বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হওয়ার ঘটনায় শ্রম মন্ত্রনালয় ও জেলা প্রশাসন থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনিয়েও শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে ক্রোনি গ্রæপের এ কারখানার ৮ কোটি ৬৫ লাখ টাকা গ্যাস বিল বকেয়ার কারণে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একদিন পরেই সেখানে অবৈধভাবে সংযোগ নেয়া হয়েছে। বিচ্ছিন্নকৃত মূল বিতরণ সংযোগটির ভাল্বের দুই পাশে ওয়েল্ডিং ঝালাই দিয়ে পুনরায় সংযোগ স্থাপন করার সময় গ্যাস বিস্ফোরণে ১৪জন শ্রমিক দগ্ধ হয়। এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়। গত শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মৌসুমী বাইন হীরা তদন্ত কমিটির সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিষয়টি নিশ্চিত হন। এসময় সেখানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনন বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনুর রশিদ, ফায়ার সার্ভিসের জেলা উপসহকারি পরিচালক ফখর উদ্দিন আহমেদ, তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক মো. মুশিউর রহমান ও জেলা কলকারখানা অধিদফতরের পরিদর্শকসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনয়নের হাটখোলা এলাকায় ক্রোনি এ্যাপারেলসে তিতাসের গ্যাস সংযোগস্থলে বিস্ফোরণে ১৪ জন দগ্ধ হন। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনার দিন সন্ধ্যা থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও তিতাস কর্তৃপক্ষ এসে বিস্ফোরণের কারণ শনাক্ত করতে অনুসন্ধান ও তদন্ত শুরু করে। তিতাসের অনুসন্ধানে দেখা যায়, ৮ কোটি ৬৫ লাখ টাকা গ্যাস বিল বকেয়ার কারণে গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও একদিন পরেই সেখানে অবৈধভাবে সংযোগ নেয়া হয়েছে। বিচ্ছিন্নকৃত মূল বিতরণ সংযোগটির ভাল্বের দুই পাশে ওয়েল্ডিং ঝালাই দিয়ে পুনরায় সংযোগ স্থাপন করার প্রমাণ পাওয়া যায়। এরপর তিতাসের ওই টীম গ্যাস সরববাহের চাবি বন্ধ করে দিয়ে যায়। তিতাস কর্তৃপক্ষের ধারণা, গত বৃহস্পতিবার বিকেলে ওয়েল্ডিং করে সেই সংযোগ স্থাপনের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা