ডান্ডিবার্তা রিপোর্ট আওয়ামীলীগের তৃনমূল থেকে শুরু করে দলের শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধ ভাবে রাজনীতি মাঠে থেকে দলকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে। দলের সকল বিবেদ মিটিয়ে ফেলারও তাগিদ দিয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জে উত্তর ও দক্ষিণ মেরুতে বিভক্ত থাকলেও এখন দুই মেরুতে ঐক্যের বাতাস বইছে। তবে জেলার শীর্ষ দুই মেরু ঐক্য থাকলেও তৃনমুল পর্যায়ে নিরব ভাবে বিভক্ত রয়েছে দলীয় নেতা কর্মীদের মাঝে। কিন্তু তৃনমূল নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে সকলকে মিলে সংগঠনকে শক্তিশালী করার জন্য নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে শহরের উত্তর দক্ষিন মেরুর মাঝে ঐক্য তৈরী হয়েছে। যদিও এই দুই মেরুর মাঝে এক সময় চরম শত্রæতা ছিল। ২০২২ সনের নাসিক নির্বাচনের সময় সাংসদ শামীম ওসমান মেয়র আইভীর মাঝে দুরত্ব ছিল। তখন শামীম ওসমান চান নাই মেয়র আইভলী নৌকার মনোনীত হোক। তবে সময়ের পরিবর্তনে বর্তমানে দুজনে এক টেবিলে বসে সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য কাজ করতে চান। যা ইতোমধ্যে তারা সেই দৃষ্টান্ত দেখিয়েছে। এদিকে নির্বাচনের পরে গত শনিবার তৃণমূল উপজেলা, থানা, জেলা মহানগর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের নিয়ে বর্ধিত সভা করা হয়। এই বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে সু সংগঠিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। সেই সাথে দলের নেতা কর্মীদের মাঝে ঐক্য গড়ে তোলার আহŸান জানান। দলীয় একাধিক সুত্রমতে, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, উপজেলা নির্বাচনে এমপি, মন্ত্রী বা দলীয় নেতারা কোন প্রার্থীকে সমর্থন দিতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবে না। যদিও নির্বাচন আইন অনুযায়ী এমপি-মন্ত্রীরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারেন না। কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতারা মনে করছেন যে, এমপিরা প্রকাশ্যে প্রচারণায় অংশগ্রহণ না করলেও গোপনে গোপনে তারা তাদের নিজস্ব প্রার্থীকে সমর্থন দেবেন। এটা যেন না করা হয়, তার সত্যিকার অর্থেই যেন উপজেলা নির্বাচনটি উন্মুক্ত হয় সেই ব্যাপারটি লক্ষ্য রাখার জন্য আওয়ামী লীগ হাইকমান্ড থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলার যে সমস্ত জায়গায় সম্মেলন হয়নি সেখান থেকে সম্মেলন শুরু করে পর্যায়ক্রমে সব জেলায় সম্মেলন সমাপ্ত করা, উপজেলা সম্মেলন সমাপ্ত করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সাংগঠনিক ভাবে ফতুল্লা থানা আওয়ামী লীগের শক্তিশালী কমিটি থাকলেও ইউনিয়ন পর্যায়ে দীর্ঘ দিনের কমিটি নেই। গত বছর সম্মেলন করার নির্দেশনা থাকলেও তা করা হয় নাই। নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এনায়েত নগর, ফতুল্লা ইউপি, কুতুবপুর এবং বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কমিিিট হচ্ছে না। তার মাঝে বক্তাবলীতে এক বছরের বেশি সময় ধরে কোন কমিটি নেই। কবে নাগাত কমিটি হবে তা জানেন না স্থানীয় নেতৃবৃন্দ। কিন্তু কমিটি না থাকায় সাংগঠনিক ভাবে দল দুর্বল হচ্ছে। আর তার খেসারত দিতে হচ্ছে নির্বাচনের সময়। জানা যায়, ফতুল্লা থানার ইউনিয়ন গুলোতে কমিটি না থাকায় সদ্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে পুরো জেলায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান ৩১ পার্সেন্ট ভোট পেয়েছে। সবচেয়ে কম ভোট পেয়েছেন তিনিই। তার নির্বাচনী এলাকায় ফতুল্লা সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে রয়েছে। সিদ্বিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কমিটি নেই। সিটি করপোরেশনের ১৭টি ওয়ার্ডে সম্মেলন করলেও সিদ্ধিরগঞ্জে করা হচ্ছে না। আর এতে কমিটি না থাকায় দলীয় ভাবে সাংগঠনিক দুর্বল হয়ে রয়েছে। তবে নারায়ণগঞ্জের অন্যান্য উপজেলায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সংগঠিত থাকায় সেখানে ভোটের মাঠেও নৌকার প্রার্থীরা তুলনামুলক ভাবে ভালো করেছে। এ বিষেয় ফতুৃল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন কল রিসিভ করেন নাই।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯