
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়ে গঠিত সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এখনই বড় কর্মসূচিতে যাচ্ছে না দলটি। গণমাধ্যমের প্রতিবেদন এবং নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার পতনের একদফার পাশাপাশি বিএনপি এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের অভাব, নাগরিক হয়রানির ঘটনাসহ জনস্বার্থ ইস্যুতে মাঠে থাকবে। একই সঙ্গে নতুন কোনো ঘটনা সামনে এলে তা নিয়ে তাৎক্ষণিক কর্মসূচিও দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, বিএনপির আহŸানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ৭ জানুয়ারির একতরফা ও ডামি নির্বাচন বর্জন এবং প্রত্যাখ্যান করেছে। সুতরাং এই সরকার ও সংসদ অবৈধ। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে একটি অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে রয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। জানা যায়, গত শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যৌথসভা করেছেন দলের স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে স্থায়ী কমিটির বৈঠক হয়। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে আগামী দিনের কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে আগামী ১৫ ফেব্রæয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু এবং মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে পবিত্র রমজান শুরু হওয়া ছাড়াও ঈদুল ফিতরের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তির বিষয়টিও প্রাধান্য দেওয়া হয়। এসব বিষয় মিলিয়ে আন্দোলনে এই মুহূর্তে ‘ধীরে চলো নীতি’ অবলম্বন করার সিদ্ধান্ত নেয় দলটি। এছাড়াও নেতাকর্মীদের সক্রিয় ও চাঙ্গা করতে দেশব্যাপী লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি। সরকার পতনের একদফা সামনে রেখে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা পায়নি বিএনপি। এতে করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। বিএনপির হাইকমান্ডের আশা, লিফলেট বিতরণের এই কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করা যাবে। একদফার আন্দোলন ঘিরে এখনো আত্মগোপনে থাকা নেতাকর্মীরাও এখানে সক্রিয় হতে পারবেন। জানা গেছে, দলের হাইকমান্ডের এ মূল্যায়নের সারমর্ম নিয়ে লিফলেটের পাশাপাশি বুকলেট তৈরিরও চিন্তাভাবনা চলছে। সাংগঠনিক সফরের সিদ্ধান্ত হলে তৃণমূল পর্যায়ে কর্মিসভা কিংবা বর্ধিত সভায় হাইকমান্ডের ওই মূল্যায়ন বুকলেট আকারে নেতাকর্মীদের কাছে তুলে ধরা হবে। এ ছাড়া সেমিনারের মধ্য দিয়ে তা সুধী সমাজের কাছেও তুলে ধরার চিন্তা রয়েছে বিএনপির।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯