আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ১১:৫১

সিদ্ধিরগঞ্জে আবারো বেপরোয়া রাজু!

ডান্ডিবার্তা | ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ভূমিদস্যু, মারামারি, হামলা, ভাঙচুর, কিশোরগ্যাং এর শেল্টারদাতা সহ নানা ঘটনায় সমালোচিত সেই আমিনুল হক রাজু আবারো বেপরোয়া হয়ে উঠেছে। শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে দাবিকৃত জমি না পেয়ে তার ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন সীমানা প্রাচীর, সাইনবোর্ড ভাঙচুর ও শহিদুল ইসলামের কাছে জমি বিক্রেতা মো. রনি আহাম্মদকে মারধর করেছে রাজু বাহিনীর লোকজন। এছাড়া উক্ত জমিতে নির্মাণ কাজের কন্সট্রাকশন ব্যবসায়ী মো. কবির হোসেনের কাছেও চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে। উক্ত জমিটি সংক্রান্ত চাদা দাবি, ভাঙচুর ও হামলা সকল কর্মকান্ড বিতর্কীত সেই আমিনুল হক রাজুর নেতৃত্বে ও ইন্ধনে সংগঠিত হচ্ছে বলে অভিযোগ শহিদুল ইসলামের। শহিদুল ইসলাম বলেন, হরমুজ আলী, চান্দু ও আছিয়া রেকর্ডিয় ২৮ শতাংশ জমি ক্রয় করেছি। একই সাথে পাশাপাশি বিল্লাল, আনছর, আব্বাস ও গফুরদ্বয়ের ওয়ারিশগণদের কাছ থেকে আরো ৩২ শতাংশ জমি কাঁচা বায়নার মাধ্যমে ক্রয় করি। এই মোট ৬০ শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ চলাকালীন সময় ভূমিদস্যু আমিনুল হক রাজু আমার কাছে এক বিঘা জমি দাবি করে। আমি তাকে দশ শতাংশ জমি দিতে রাজি হলে সে অসন্তুষ্ট হয়। পরবর্তীতে আমার কাছ থেকে দাবিকৃত জমি না পেয়ে আমিনুল হক রাজু আমার সাথে ৩২ শতাংশ জমির কাচা বায়নাকৃতদের ইন্ধন দিয়ে আমার নির্মাণাধীন সীমানা প্রাচীরে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও আমার লোকজনকে মারধর করে জখম করে। তিনি আরো বলেন, এর আগেও রাজু বিশ লাখ টাকা চাঁদা দাবি করায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়াও সে বিতর্কীত ভূমিদস্যু, চাঁদাবাজ, জুয়ার আসর পরিচালনাকারী এবং নারী ক্যালেঙ্কারীরও অভিযোগ রয়েছে। তাকে দাবিকৃত জমি না দিলে আমাকে নির্মাণ কাজ করতে দেবেনা বলে হুমকি-ধমকি প্রদান করেছে। আমি প্রশাসনের এ সুষ্ঠু বিচার চাই। এদিকে শহিদুল ইসলামের ক্রয়কৃত জমিতে গিয়ে কন্সট্রাকশন ব্যবসায়ী মো. কবির হোসেনের কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দেন ঐ ব্যবসায়ী। অভিযুক্তরা হলো- জালকুড়ি উত্তরপাড়ার মৃত আনসার আলীর ছেলে আবু সামাদ ওরফে কেছা (৫০), হাবুল (৫০), আবু বক্কর (৪৫), পিতা-আবু বক্কেরের ছেলে আসিফ (২২), মৃত নজর উদ্দিনের ছেলে দেলোয়ার (৪৫), আব্দুল জব্বার (৪৫), মুরু (৪৫), আব্দুল জব্বারের ছেলে আরাফাত (২৫) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। কবির হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন দশপাইপ এলাকায় আমার একটি কন্সট্রাকশন সাইট চলিতেছে। উক্ত কন্সট্রাকশন সাইট শুরুর সময় হতে উল্লেখিত বিবাদীগরা আমার নিকট চাঁদা দাবী করতো। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে ৯ ফেব্রæয়ারি বেলা অনুমান ১১টার সময় তারা বে-আইনি জনতাবদ্ধে আমার কন্সট্রাকশন সাইটে অনধিকার প্রবেশ করে সাইনবোর্ড ভাঙচুর করে। উল্লেখিত স্থানে কাজ করতে হলে তাদেরকে বিশ লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে। অন্যথায় সাইটের কাজ বন্ধ করে দেওয়া মর্মে হুমকি প্রদান করে চলে যায়। উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জে পূর্বেও নানা সময় বেপরোয়া হিসেবে সমালোচিত সেচ্ছাসেবকলীগের সাবেক এই সাধারণ সম্পাদক (আমিনুল হক রাজু)। সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলার আসামি রাজুর বিরুদ্ধে বিভিন্ন সময় কমপক্ষে ২০টির অধিক অভিযোগ হয়েছে প্রশাসনের বিভিন্ন দফতরে। আজগর হাজী ওয়াক্ফ এস্টেট এর জমি বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া চিটাগাংরোডে রেন্ট-এ কার স্ট্যান্ডে প্রভাব খাটিয়ে সভাপতির পদ দখল করে চাদাবাজির অভিযোগে অভিযুক্ত রাজু। বাদ দেয়নি ফুটপাতের চাঁদাবাজিও। নানা অপকর্মের হোতা রাজুর বিরুদ্ধে ভুমিদস্যূতার অভিযোগও রয়েছে। তার নানা অপকর্ম এখন সিদ্ধিরগঞ্জবাসীর মুখে মুখে। হত্যাসহ একাধিক মামলার আসামি রাজু দীর্ঘদিন নিজেকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করে আসছে। মিজমিজি এলাকার একাধিক ভূক্তভোগী তার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দফতরে কমপক্ষে ২০টির অধিক লিখিত অভিযোগ করেছেন বিভিন্ন সময়। এসব অভিযোগের তদন্ত হলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিছু অভিযোগকারীকে হুমকি ধমকি দিয়ে মিমাংসা করাতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা