
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার দলিল লেখক নূর হোসেনের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল, জাল দলিল করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা নূর হোসেনের দলিল লেখকের সনদ বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। এলাকাবাসীরা জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকার বাসিন্দা মোকলেসুর রহমানের ছেলে দলিল লেখক নূর হোসেন যার সনদ নাম্বার-৯৫। সম্প্রতি জালকুড়ি দশপাইপ এলাকায় আব্দুস সামাদ মিয়াগংদের পৈত্তিক সম্পত্তি প্রায় আট কোটি টাকা মূল্যের ২৮ শতাংশ জমি নামজারি ছাড়া ও হাতেলেখা খাজনা দিয়ে দলিল বানিয়ে জোড় পূর্বক শহিদুল্লাহ মিয়ার কাছে জমিটির বায়না করেছেন। এই জমিটি জোড় পূর্বক দখল করে বালু ভরাট ও বাউন্ডারি নির্মাণ করে দখল করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। অতি অল্প সময়ে নূর হোসেন অবৈধ ভাবে সাধারণ মানুষের জমি দখল ও বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। মিজমিজি তেরা মার্কেট এলাকায় তিন কাঠার উপর পাঁচতলা আলিশান বাড়ি, পাশেই বিশাল জায়গার উপর তিন তলা বাড়ি, অর্ধকোটি টাকা মূল্যের গাড়ি, নামে বেনামে দলিল লেখক নূর হোসেনের বিঘায় বিঘায় জমি রয়েছে বলে এলাকাবাসীরা নিশ্চিত করেছেন। তার একান্ত সহযোগী হিসেবে কাজ করছেন, তার সহকারি দলিল লেখক ইসহাক মিয়া, তার লাইসেন্স নাম্বার-২৯৩। ইসহাক মিয়ার লাইসেন্সের মাধ্যমে এই জমিটি বায়না করেন। এছাড়াও ওই এলাকার মাহবুব মিয়া, জহির হোসেন ও ভাগিনা সিরাজুলের মাধ্যমে এলাকায় ভেজাল জমি ক্রয় বিক্রয় দখলসহ তান্ডবলীলা চালাচ্ছেন তিনি। আব্দুস সামাদ মিয়া নামে এক ভুক্তভোগী জানান, জালকুড়ি দশপাইপ এলাকায় তাদের বাপদাদার সম্পদ ভোগ দখলকৃত জমি নকল কাগজ তৈরী করে জোরপূর্বক দখল করার পায়তারা চালা্েচছন প্রতারক কথিত দলিল লেখক নূর হোসেন। সে এলাকায় পুলিশের সোর্স ও মাস্তানদের দিয়ে জমি দখললের চেষ্টা চালাচ্ছেন। একজন দলিল লেখকের দায়িত্ব হলো সে জমি রেজিষ্ট্রি করার কিন্তু সে আইনকে তোয়াক্কা না করে এলাকায় একজন শীর্ষ ভুমিদস্যু হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার লাইসেন্স বাতিল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানান তিনি। সেলিনা বেগম নামে জালকুড়ি এলাকার এক ভুক্তভোগী জানান, নূর হোসেনের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে অন্যের জমি দখলে নেওয়া, নকল দলিল বানিয়ে মানুষের জমি বায়না করা, জায়গায় সাইনবোর্ড সাটানোসহ বিস্তার অভিযোগ রয়েছে। এছাড়াও মানুষকে প্রশাসনের ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগও রয়েছে। হালেমা বেগম জানান, আমরা কিছুই জানিনা, দলিল লেখক নূর হোসেন ও তার সহযোগী ইসহাক মিয়া দলিল বানিয়ে আমাদের জমি কিভাবে কিনেছেন আমাদের তা বোধগম্য নয়। আমরা এই দুই প্রতারক দলিল লেখকের প্রতারণার বিচার দাবি করছি প্রশাসনের কাছে। লাভলী আক্তার জানান, দলিল লেখক নূর হোসেন অন্যের জমি জাল দালিল বানিয়ে কিনে ফেলেন, জোড় পূর্বক জবর দখল করেন। পরে মোটা অংকের টাকা নিয়ে জমি বিক্রি করেন। এলাকায় জমি নিয়ে মানুষের মাঝে বিরোধ সৃষ্টি করেন এই নূর হোসেন। এ পর্যন্ত এলাকায় যত জমি নিয়ে বিরোধ হয়েছে, এই দলিল লেখক প্রতারক নূর হোসেন ও ইসহাক মিয়ার জন্যই হয়েছে। এই এলাকায় দুই দলিল লেখকের লাইসেন্স বাতিলসহ তাদের বিচার দাবি করছেন তিনি। অভিযোগের বিষয়ে নূর হোসেন জানান, আমি কোন ভেজাল জায়গা, জমির ব্যবসার সাথে জড়িত নই। দলিল লেখার বিষয়ে কেউ আমার কাছে আসলে তাদেরকে সর্বাত্মক সহযোগীতা করে থাকি। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা রেজিষ্টার খন্দকার জামীলুর রহমান জানান, দলিল লেখক নূর হোসেন যদি অন্যায় কোন অপরাধে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে আমরা খোঁজ খবর নিয়ে শিগ্রই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯