আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৮:৪০

ফতুল্লা ইউপি উপনির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে ৭ জন প্রতিদ্ব›দ্বী

ডান্ডিবার্তা | ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর উপজেলার ফতুল্লা ইউপি উপনির্বাচনে শূন্য চেয়ারম্যান পদে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তীব্র প্রতিদ্ব›িদ্বতা। গতকাল মঙ্গলবার তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১৭ জন এবং জমা দিয়ে ৭জন ভোট গ্রহন হবে ৪৫টি কেন্দ্রে। অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২৩,৮৩৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬২,০১৪ জন, নারী ভোটার ৬১,৮২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ তথ্যটি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন। ফতুল্লা ইউপি উপনির্বাচনে মনোনয়ন কিনেছেন ১৭ জন। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন- পরেশ চন্দ্র দাশ, কাজী মাঈন উদ্দিন, মোঃ মহসিন মিয়া, আমজাদ হোসেন, সেলিনা সুলতানা, কাজী দেলোয়ার হোসেন, মীর সোহেল আলী, মোঃ মজিবুর রহমান, মোঃ ফাইজুল ইসলাম, মোঃ সেলিম রেজা শাওন, মোঃ লিটন, মোঃ সজিব, আজমত আলী, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবু মোঃ শরীফুল হক, মোঃ শাহিন দেওয়ান এবং আলী আজম। গত ২৪ জানুয়ারি নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব এম. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জে বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৯ মার্চ ব্যালড পেপারের মাধ্যমে উপ-নির্বাচন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রিটার্নিং অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল মঙ্গলবার, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই হবে আগামী বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ১৯ ও ২০ ফেব্রæয়ারি (সোম-মঙ্গলবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রæয়ারি। আর ২৩ ফেব্রæয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এদিকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭জন প্রার্থী। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন। মনোনয়ন জমাকৃত ৭ জন হলেন, পরেশ চন্দ্র দাশ, আমজাদ হোসেন, মোঃ মহসিন মিয়া, মোঃ সেলিম রেজা শাওন, মোঃ ফাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও দেলোয়ার হোসেন। প্রসঙ্গত, তফসিল ঘোষনার পর মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৭ জন। এছাড়া, আগামী ৯ মার্চ ব্যালট পেপারের মাধ্যমে উপ-নির্বাচন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা