
সাধারণ মানুষের চলাচলের পথ ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়ার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে কয়েকশ’ হকার। তাদের নেতৃত্ব দিচ্ছেন কয়েকজন শ্রমিক নেতা। গতকাল বৃহস্পতিবারও একই দাবিতে সড়কে নামেন। প্রায় দুই ঘন্টা তাদের সমাবেশ, মিছিল ও সড়কে অবস্থানের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ নগরবাসীকে। এসএসসি প্রথম দিনে পরীক্ষার্থীরাও হয়েছেন ভোগান্তির শিকার। সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। এগারোটার দিকে শহীদ মিনারে সমাবেশ শুরু হয়। ঘন্টাখানেক সমাবেশ করে কয়েকশ’ হকার নিয়ে মিছিল বের করেন নেতারা। এই সময় বঙ্গবন্ধু সড়কে যানজটের সৃষ্টি হয়। চাষাঢ়া থেকে মিছিলটা নিতাইগঞ্জ এলাকায় নগরভবনের সামনে গিয়ে থামে। পরে নগরভবনের সামনের সড়কের একটি লেন বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন হকাররা। এই সময় হকারদের নেতৃত্ব দেওয়া শ্রমিক নেতা ও হকার নেতারা বক্তব্য রাখেন। এই সময় হকার নামধারী চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলা ও পুলিশের উপর হামলার মামলার আসামিরাও উপস্থিত ছিলেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের কাছে ফুটপাতে বসার দাবিতে স্মারকলিপি প্রদানের জন্য যান নেতারা। পুরোটা সময় সড়কে অবস্থানে ছিলেন হকাররা। সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরভবনে উপস্থিত না থাকায় কাউন্সিলরদের একটি প্রতিনিধি দলের কাছে স্মারকলিপি দিয়ে আবারও সড়কে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন নেতারা। তখন বেলা একটারও বেশি সময় অতিক্রম হয়ে গেছে। পুরোটা সময়জুড়ে শহরে যানজট ছিল। এদিকে, সকাল দশটায় এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষে যানজটের সম্মুখীন হন শিক্ষার্থী ও স্কুল থেকে তাদের নিতে আসা অভিভাবকরা। তারা হকারদের এমন কর্মকান্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। যানজটে আটকা পড়তে দেখা যায় এম্বুলেন্সকেও। নগরভবনে স্মারকলিপি প্রদানের সময় হকার নেতাদের কাছে সড়ক ছেড়ে দেওয়া অনুরোধ করেন কাউনিন্সলরা। তারা বলেন, এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে যানজটের সম্মুখীন হবেন। স্মারকলিপি তো আপনারা দিয়েছেন, মানুষের ভোগান্তির কারণ না হয়ে এখন সড়কটি ছেড়ে দিন। তবে হকাররা আরও প্রায় আধ ঘন্টা পর সড়ক ছাড়েন। এদিকে, সাধারণ মানুষের চলাচলে বাধা হয়ে ফুটপাতে অবৈধভাবে বসার দাবিতে হকারদের এমন কর্মকান্ডকে ‘নৈরাজ্য’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি তাদের এই কর্মকান্ডে মর্মাহত হয়েছেন বলেও জানান। আইভী বলেন, ‘শহরের ২০ লাখ মানুষের অধিকার খর্ব করে হকার নামধারী চিহ্নিত চাঁদাবাজরা শহরে তান্ডব চালিয়েছে। এতে আমি মর্মাহত হয়েছি। আজ সবগুলো স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছিল তখন পুরো শহরকে দেড় থেকে দুই ঘন্টা বন্ধ করে রাখলো। এই কাজটা তারা কীভাবে করলো তা আমার বোধগম্য নয়। তাহলে কী আমরা নগরবাসী কতিপয় চাঁদাবাজ ও ফুটপাতে প্রকাশ্যে হত্যাকারীদের কাছে নগরবাসী জিম্মি হয়ে গেলাম?’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯