
ডান্ডিবার্তা রিপোর্ট গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার দিন সড়ক বন্ধ করে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করায় ক্ষেপেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘শহরের ২০ লাখ মানুষের অধিকার খর্ব করে হকার নামধারী চিহ্নিত চাঁদাবাজরা শহরে নৈরাজ্য চালিয়েছে। এতে আমি মর্মাহত হয়েছি। আজ সবগুলো স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছিল তখন পুরো শহরকে দেড় থেকে দুই ঘন্টা বন্ধ করে রাখলো। এই কাজটা তারা কীভাবে করলো তা আমার বোধগম্য নয়। তাহলে কী আমরা নগরবাসী কতিপয় চাঁদাবাজ ও ফুটপাতে প্রকাশ্যে হত্যাকারীদের কাছে নগরবাসী জিম্মি হয়ে গেলাম?’ তিনি বলেন, ‘নগরবাসীর সুবিধার্থে সুন্দর একটি নগরী গড়ার লক্ষে দুই এমপি, ডিসি, এসপি, মেয়র সকলে মিলে আলোচনা করলাম। উচ্চ পর্যায়ের এইসব প্রতিনিধিদের এই আলোচনার তাহলে ফলাফল কী থাকলো? দাবি-দাওয়া আদায়ের প্রক্রিয়া কী শহরকে বন্ধ করে দেওয়া?’ আগেও কয়েকশ’ হকারকে পুনর্বাসন করার কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন, ‘আমি প্রায় ৮০০ হকারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। তারা সেসব দোকান বিক্রি করে দিয়ে আবারও কেন ফুটপাতে বসলো? এইটার বিচার আগে হওয়া উচিত। এইটা নিয়ে তো নেতারা কথা বলছেন না।’ তিনি আরও বলেন, ‘চিহ্নিত চাঁদাবাজরা যারা হকারকে খুন করে জামিনে এসে ডিসি-এসপি সাহেবের সাথে বৈঠক করছে, ঐতিহ্যবাহী একটা পার্টির সভাপতি আবার তাদের নেতৃত্ব দিচ্ছেন। শহরের মানুষের সুবিধার কথা চিন্তা না করে সমাজতন্ত্রের কথা বলে এইভাবে চাঁদাবাজদের তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, এইটা দেখে আমার লজ্জা লাগে। এইরকম পরিস্থিতি চলতে থাকলে জনগণ যখন আমাদের উপরে আস্থা হারিয়ে ফেলবে, তখন এসবের বিচারের ভার এক সময় সাধারণ মানুষই নিজের হাতে তুলে নিবে।’ আইভী বলেন, ‘সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান মহোদয় দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে না দিয়ে শহরে দাপিয়ে বেড়ানো হকার নামধারী চিহ্নিত চাঁদাবাজ আজ যে নৈরাজ্য করলো সেই ব্যাপারে প্রশাসন আর আমাদের এমপি মহোদয় কী ব্যবস্থা নিবেন তা জানি না। কিন্তু আমি তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯